প্রতিনিধি, নোয়াখালী প্রকাশের সময় :৯ ফেব্রুয়ারি, ২০২২ ১১:০৭ : অপরাহ্ণ
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে আগামী জাতীয় নির্বাচনে নোয়াখালীতে ‘লাল কার্ড’ দেখানোর ঘোষণা দিয়েছেন তার ছোটভাই ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।
আজ বুধবার বিকেলে বসুরহাট পৌরসভা মিলনায়তনে নিজের অনুসারী আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সপ্তম ধাপে নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৮টি ইউনিয়নে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে কাদের মির্জা বলেন, ‘ওবায়দুল কাদের স্ত্রীর কথা মতো ইউপি নির্বাচনে ভাগিনা ও অপশক্তিদের জেতানোর জন্য ভোটারদের লাল কার্ড দেখিয়েছেন। ভোটাররাও আগামী জাতীয় নির্বাচনে তাকে লাল কার্ড দেখাবে।’
বসুরহাট পৌরসভার মেয়র অভিযোগ করে বলেন, ‘কোম্পানীগঞ্জে প্রতীকবিহীন ইউপি নির্বাচন হয়েছে। এটাও একটা চক্রান্ত-ষড়যন্ত্র। ওবায়দুল কাদের সাহেব মূলত তার ভাগনেদের জেতানোর জন্য এ পদক্ষেপ নিয়েছেন। ভোটের আগের দিন আমার কাছে খবর এলো তিন ভাগনেকে জেতাতে হবে। এটা ওনার নির্দেশ। ডিসি-এসপিকে বলে দেওয়া হয়েছে। তারা সে মোতাবেক কাজ করেছে। আমাকে একটা গুরুত্বপূর্ণ জায়গা থেকে বিষয়টা জানানো হয়েছে। ওনার নাকি সিদ্ধান্ত জামাতের তিন প্রার্থীকে হারাতে হবে। এ দুটি পরিকল্পনা নিয়ে প্রশাসন নির্বাচন করে।’
কাদের মির্জা অভিযোগ করে বলেন, ‘আমাকে দাফন করে দিয়েছে কোম্পানীগঞ্জে। আমার প্রার্থীরা প্রশাসনকে টাকা দিয়ে তিনজন জিতেছে। বাকিদেরকে কারসাজি করে হারিয়ে দেওয়া হয়েছে।’
উল্লেখ্য, গত সোমবার অনুষ্ঠিত ইউপি নির্বাচনে কোম্পানীগঞ্জের আট ইউনিয়নের মধ্যে কাদের মির্জার তিন, তার প্রতিপক্ষ মিজানুর রহমান বাদলের চার ও জামায়াতের এক প্রার্থী জয়লাভ করেন।
আরও পড়ুন:
‘আল্লাহু আকবার’ বলা ভাইরাল সেই ছাত্রী যা বললেন
সুন্দরবনে বাঘের সঙ্গে ২০ মিনিট লড়াই, বেঁচে ফিরলেন হায়াত আলী