রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৯ ফেব্রুয়ারি, ২০২২ ৪:৫২ : অপরাহ্ণ
২০২১ সালের এইচএসসি-সমমান পরীক্ষার ফলাফল আগামী সপ্তাহে প্রকাশ করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রস্তাব পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
সম্প্রতি ফলাফল প্রকাশের প্রস্তুতি নিতে ঢাকা শিক্ষা বোর্ড, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ও শিক্ষা মন্ত্রণালয়ের সমন্বয়ে বৈঠক হয়েছে।
বৈঠকে সূত্রে জানা গেছে, আগামী ১২ থেকে ১৪ ফেব্রুয়ারির মধ্যে এইচএসসির ফল প্রকাশ করতে প্রস্তাব করেছে শিক্ষা মন্ত্রণালয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়েও ইতোমধ্যে এ প্রস্তাব পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী সময় নির্ধারণ করলে আগামী দু-একদিনের মধ্যে তা জানিয়ে দেওয়া হবে বলে জানা গেছে।
আরও পড়ুন:
অনলাইনে ১৩ বছরের শিশু সানবীরের মাসিক আয় লাখ টাকা!
‘আল্লাহু আকবার’ বলা ভাইরাল সেই ছাত্রী যা বললেন
এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সরকারি বিদ্যালয়) সৈয়দ ইমামুল হোসেন গণমাধ্যমকে জানান, এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রীর সময় চেয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। গত সপ্তাহের শেষের দিকে এই প্রস্তাব পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত বছর সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৩ লাখ ৯৯ হাজার ৬৩০ জন। তাদের মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ১১ লাখ ৩৮ হাজার ১৭ জন।
এর মধ্যে ছাত্র ৫ লাখ ৬৩ হাজার ১১৩ এবং ছাত্রী ৫ লাখ ৭৪ হাজার ৯০৪ জন।
মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার্থী ছিল ১ লাখ ১৩ হাজার ১৪৪ জন। এর মধ্যে ছাত্র ৬১ হাজার ৭৩৮ এবং ছাত্রী ৫১ হাজার ৪০৬ জন।
এ ছাড়া এইচএসসি (বিএম-ভোকেশনাল) পরীক্ষা ছিল ১ লাখ ৪৮ হাজার ৪৬৯ জন। এতে ছাত্র ১ লাখ ৪ হাজার ৮২৭ এবং ছাত্রী ৪৩ হাজার ৬৪২ জন।