সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা চট্ট-মেট্টো

বাঁশখালীতে বসতঘরে আগুন, ঘুমন্ত অবস্থায় ভাই-বোনের মৃত্যু


বাঁশখালীতে বসতঘরে আগুনে ঘুমন্ত অবস্থায় দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়।

প্রতিনিধি, বাঁশখালী প্রকাশের সময় :৮ ফেব্রুয়ারি, ২০২২ ১০:০৭ : পূর্বাহ্ণ

বাইরে থেকে দরজা বন্ধ করে পাশের বাসায় গিয়েছিলেন মা। ঘরে ঘুমিয়ে ছিল দুই শিশু সন্তান। এ সময় শর্ট সার্কিট থেকে আগুন লেগে ঘুমন্ত অবস্থায়ই পুড়ে মারা যায় শিশু দুটি।

গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড এলাকার পশ্চিম কাহারঘোনা আশিঘর পাড়ায় আবদুস ছমদ মাঝির বাড়িতে এ ঘটনা ঘটে।

আগুনে ওই বাড়ির দুটি ঘর পুড়ে গেছে।

মৃত দুই শিশু হলো-ওই এলাকার মোহাম্মদ ইদ্রিসের ছেলে মোহাম্মদ মিনহাজ (১২) ও মেয়ে রুহি মনি (৩)।

বাঁশখালীতে বসতঘরে আগুন

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুনের লেলিহান শিখা মুহূর্তেই ছড়িয়ে পড়লে ঘরের ভেতরে থাকা ইদ্রিসের এক ছেলে ও এক মেয়ে আগুনে পুড়ে মারা যায়।

বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশন টিম লিডার নুরুল বশর বলেন,‘বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছায়। আমাদের ফায়ার টিম ও এলাকাবাসীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ততক্ষণে বসতঘরে ঘুমন্ত অবস্থায় এক ছেলে ও এক কন্যা শিশু পুড়ে অঙ্গার হয়ে যায়।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানার ওসি মো. কামাল উদ্দিন জানান, অগ্নিকাণ্ডে ঘুমন্ত অবস্থায় দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মারা যাওয়া দুই শিশু সম্পর্কে ভাই-বোন।

আরও পড়ুন:

রাস্তা পার হওয়ার সময় পিকআপ ভ্যানের চাপায় একসঙ্গে ৪ ভাইয়ের মৃত্যু

সাতকানিয়ায় নির্বাচনী সহিংসতায় শিশুসহ নিহত ২

সুন্দরবনে বাঘের সঙ্গে ২০ মিনিট লড়াই, বেঁচে ফিরলেন হায়াত আলী

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর