সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা চট্ট-মেট্টো

সাতকানিয়ায় নির্বাচনী সহিংসতায় শিশুসহ নিহত ২



প্রতিনিধি, সাতকানিয়া প্রকাশের সময় :৭ ফেব্রুয়ারি, ২০২২ ২:৫১ : অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সহিংসতায় এক শিশুসহ দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

পৃথক দুই ইউনিয়নে এসব ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন-আব্দুর শুক্কুর (৩৫) ও তাসিফ (১৩)।

আজ সোমবার দুপুর ১২টার দিকে নলুয়া ইউনিয়নের বোর্ড অফিস কেন্দ্রের বাইরে সংঘাতের সময় তাসিবকে কুপিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ উঠেছে।

নিহত তাসিফ নলুয়া ইউনিয়নের দক্ষিণ মরফলা গ্রামের রিকশাচালক মো.জসিম উদ্দিনের ছেলে। সে সপ্তম শ্রেণির ছাত্র।

আর নিহত শুক্কুর চট্টগ্রামের পাচলাইশ শোলকবহর এলাকার মো. ইউনুচের ছেলে।

সাতকানিয়ায় নির্বাচনী সহিংসতায় শিশুসহ নিহত ২

নলুয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী মো. মিজানুর রহমান বলেন, ‘দুপুর ১২টার দিকে নলুয়া ইউনিয়নের নৌকার প্রার্থী লেয়াকত আলীর কর্মী সমর্থকরা নৌকার ব্যাজ লাগিয়ে অস্ত্র, রাম দা, কিরিচ ও লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালায়। তখন ভোটাররা দিকবিদিক ছোটাছুটি করতে থাকেন। এ সময় তারা শিশু তাসিবকে রাস্তায় পেয়ে রামদা দিয়ে ঘাড়ে কোপ দেয়। এতে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে স্থানীয়রা দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাসিবকে মৃত ঘোষণা করেন।’

আরও পড়ুন: সাতকানিয়ায় দুপক্ষের সংঘর্ষ-গোলাগুলি, দুই কেন্দ্রে ভোট বন্ধ

এর আগে সকাল ১০টার দিকে বাজালিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আব্দুর শুক্কুরের মৃত্যু হয়।

সাতকানিয়া থানার এসআই মাহাবুবুল আলম জানান, বাজালিয়ার ২নং ওয়ার্ডে গোলাগুলির ঘটনায় আব্দুর শুক্কুরের গুলিবিদ্ধ হওয়ার পর তাকে কেরানিহাটের একটি হাসপাতালে আনা হয়। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। তার ঘাড়ে, পিঠেসহ শরীরের বিভিন্ন স্থানে গুলি লেগেছে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে।

আরও পড়ুন: 

রাস্তায় ঘুমানো বস্তির সেই মেয়েটি আজ মাইক্রোসফটের কর্মকর্তা!

অনলাইনে ১৩ বছরের শিশু সানবীরের মাসিক আয় লাখ টাকা!

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর