শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা চট্ট-মেট্টো

সাতকানিয়ায় দুপক্ষের সংঘর্ষ-গোলাগুলি, দুই কেন্দ্রে ভোট বন্ধ


সাতকানিয়ার খাগরিয়া ইউপি নির্বাচনে ভোটকেন্দ্র দখল নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি গোলাগুলির ঘটনা ঘটেছে। ছবি: সংগৃহীত

প্রতিনিধি, সাতকানিয়া প্রকাশের সময় :৭ ফেব্রুয়ারি, ২০২২ ১২:০৮ : অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নে ভোটকেন্দ্র দখল নিয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় কেন্দ্রে ককটেল বিস্ফোরণ হয়।

এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ঘটনার পরপরই খাগরিয়ার দুই কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ ঘোষণা করা হয়েছে।

আজ সোমবার সকাল পৌনে ১০টার দিকে গণিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে।

সংঘর্ষের ঘটনায় ভোটগ্রহণ সাময়িক বন্ধ রয়েছে বলে জানিয়েছেন সাতকানিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু তালেব মন্ডল।

জানা গেছে, খাগরিয়া ৬ ও ৭ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আকতার হোসেন ও স্বতন্ত্র মোটরসাইকেল প্রতীকের প্রার্থী জসিম উদ্দিনের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

একপর্যায়ে কেন্দ্র দখলে নিতে উভয়পক্ষে গোলাগুলি হয়। এ সময় কেন্দ্রের বাইরে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে।

সাতকানিয়ায় কেন্দ্রে দুপক্ষের সংঘর্ষ-গোলাগুলি, ভোটগ্রহণ বন্ধ
সংঘর্ষের পর ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার (এসপি) এস এম রশিদুল হক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক।

তারা কেন্দ্র দুটিতে সাময়িকভাবে ভোট বন্ধের জন্য নির্দেশনা দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক বলেন, ‘দুই কেন্দ্রে সাময়িক ভোট বন্ধ করা হয়েছে। জেলা প্রশাসকের নির্দেশনা পেলে স্থায়ীভাবে ভোট বন্ধ করা হবে।’

সাতকানিয়া থানার ওসি মুহাম্মদ আবদুল জলিল জানান, ভোটকেন্দ্রে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

এর আগে সোমবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয় সাতকানিয়া উপজেলার ছদাহা, পুরানগড়, বাজালিয়া, ধর্মপুর, কালিয়াইশ, কেঁওচিয়া, ঢেমশা, মাদার্শা, আমিলাইশ, কাঞ্চনা, নলুয়া, খাগরিয়া, চরতি, পশ্চিম ঢেমশা সোনাকানিয়া ও সদর ইউনিয়নে।

এর মধ্যে পুরানগড়, মাদার্শা, কেঁওচিয়া ও সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।

বিজয়ীরা আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ছিলেন।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর