সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা রাজধানী

নয়াপল্টনে পুলিশের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষ, মজনুসহ আটক ২০


ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :৬ ফেব্রুয়ারি, ২০২২ ৯:০৭ : পূর্বাহ্ণ

রাজধানীতে ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আজ রোববার সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

এ সময় ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুসহ ছাত্রদলের অন্তত ২০ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

ঢাকা মহানগর পশ্চিমের অন্তর্গত রূপনগর থানা ছাত্রদলের কর্মী সম্মেলনে ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশের অতর্কিত হামলার প্রতিবাদে তাৎক্ষণিক এই বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করে ছাত্রদল।

বর্তমানে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশ অবস্থান নিয়েছে।

অন্যদিকে কার্যালয়ে আটকা পড়েছেন দলের নেতা-কর্মীরা।

ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন বলেন, রাজধানীর রুপনগর থানায় ছাত্রদলের কর্মী সভায় স্থানীয় ছাত্রলীগ-আওয়ামী লীগ নেতা-কর্মী ও পুলিশ হামলা করে। এ ঘটনার প্রতিবাদে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নাইটিংগেল মোড়ের কাছে গেলে পুলিশ বাধা দেয়। এ সময় ছাত্রদলের ১০-১২ জন নেতাকর্মী আহত হয়েছে। আটক করা হয়েছে কয়েকজনকে।

মতিঝিল বিভাগের উপ-কমিশনার আব্দুল আহাদ গণমাধ্যমকে জানান, বিনা উস্কানিতে পুলিশের ওপর হামলা হয়েছে। বেশ কয়েকজন পুলিশ সদস্য হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। ইতোমধ্যে রফিকুল আলম মজনুসহ ১০/১৫ জনকে আটক করা হয়েছে।

পল্টন থানার ওসি সালাহউদ্দিন বলেন, ছাত্রদল কর্মীরা আকস্মিভাবে পুলিশের ওপর হামলা চালায়। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় ৮/১০ জনকে আটক করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পুলিশ বাধা দিলে ছাত্রদল নেতা-কর্মীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ কয়েক রাউন্ড ফাঁকি গুলি ছোঁড়ে। ঘটনাস্থল থেকে কয়েকজন আটক করে। এ সময় ধাওয়াকালে পড়ে গিয়ে পুলিশের একজন এসআই আহত হয়েছেন।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর