বুধবার, ২৬ জুন, ২০২৪ | ১২ আষাঢ়, ১৪৩১ | ১৯ জিলহজ, ১৪৪৫

মূলপাতা বিএনপি

সার্চ কমিটি ভোট চুরির প্রজেক্ট: আমীর খসরু


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :৫ ফেব্রুয়ারি, ২০২২ ৫:৪৫ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটিকে আওয়ামী লীগ সরকারের ‘ভোট চুরির প্রজেক্ট’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আজ শনিবার দুপুরে নতুন সার্চ কমিটি গঠনের পর বিএনপির এই নীতিনির্ধারক বলেন, ‘সার্চ কমিটি গঠনে রাজনৈতিক দলগুলোর সংশ্লিষ্টতা নেই। জনগণ ও গণতন্ত্রের কল্যাণে আসবে না এমন সার্চ কমিটি নিয়ে বিএনপি ভাবছে না।’

বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ইকবাল হাসান টুকু বলেন, ‘আমরা মনে করি এই সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না। সার্চ কমিটি হোক আর যেই নির্বাচন কমিশনই হোক, এই সরকার থাকলে আমরা কোনো নির্বাচনে যাবো না।’

বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ‘সার্চ কমিটি হলো মানুষকে বিভ্রান্ত করা। আওয়ামী লীগের বাইরে সকল রাজনৈতিক দল নির্বাচনকালীন সময়ে দলনিরপেক্ষ সরকার প্রত্যাশা করে।’

আরও পড়ুন: নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি ঘোষণা, সদস্য হলেন যারা

তিনি বলেন, ‘দলনিরপেক্ষ সরকার ক্ষমতায় না থাকলে প্রশাসন, নির্বাচন কমিশন কোনোটাই নিরপেক্ষভাবে কাজ করতে পারে না। এটা লোক দেখানো সার্চ কমিটি ভালো কিছু প্রত্যাশা করা যায় না।’

এর আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

কমিটির অন্য সদস্যরা হলেন- হাইকোর্ট বিভাগের বিচারপতি এসএম কুদ্দুস জামান, সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন, কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক, পাবলিক সার্ভিস কমিশন-পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন ও অডিটর জেনারেল মোহাম্মদ মুসলিম চৌধুরী।

সার্চ কমিটির সুপারিশকৃত ব্যক্তিদের থেকে পছন্দ অনুযায়ী পাঁচ সদস্য নিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করবেন রাষ্ট্রপতি।

আগামী ১৪ ফেব্রুয়ারি কেএম নুরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান ইসির মেয়াদ শেষ হচ্ছে।

নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতিকে তার আগেই নতুন কমিশন গঠন করতে হবে।

সেই কমিশনের অধীনেই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর