রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৫ ফেব্রুয়ারি, ২০২২ ২:৫৩ : অপরাহ্ণ
র্যাবের সাবেক ও বর্তমান কয়েকজন কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দৃঢ়ভাবে সমর্থন করেন বলে জানিয়েছেন দেশটির কংগ্রেস সদস্য ও হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান গ্রেগোরি ডব্লিউ মিকস।
সম্প্রতি যুক্তরাষ্ট্রে বাংলাদেশ হাইকমিশন প্রেরিত মিকসের বক্তব্য কয়েকটি সংবাদমাধ্যমে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে এমন সমালোচনার মধ্যেই স্থানীয় সময় ৪ ফেব্রুয়ারি আনুষ্ঠানিক বিবৃতি দেন তিনি।
কমিটির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে মিকস বলেন, ‘টার্গেটেড স্যাংশন (নির্দিষ্ট ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা) সবচেয়ে বেশি কার্যকর বলেই আমার বিশ্বাস এবং আমি বিশ্বাস করি না যে বাংলাদেশের ওপর এই মুহূর্তে গণহারে নিষেধাজ্ঞা দেওয়ার প্রয়োজন রয়েছে।’
তিনি বলেন, ‘যা হোক, মানবাধিকার লঙ্ঘনের কারণে গ্লোবাল ম্যাগনিটস্কি হিউম্যান রাইটস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি অ্যাক্ট-এর অধীনে বাইডেন প্রশাসন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং এর বেশ কিছু বর্তমান ও প্রাক্তন সদস্যের ব্যাপারে যে অবস্থান নিয়েছে তাকে আমি দৃঢ়ভাবে সমর্থন করি।’
কংগ্রেসম্যান মিকস বলেন, ‘আমি যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক জোরদারে সমর্থন অব্যাহত রাখছি। বাংলাদেশের আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু নিশ্চিত করাসহ দেশের মানবাধিকার ও গণতন্ত্রের চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়তায় কাজ করতে আগ্রহ প্রকাশ করছি।’
উল্লেখ্য, গত বছরের ১০ ডিসেম্বর গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাব এবং সংস্থাটির সাবেক ও বর্তমান সাত জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এবং রাজস্ব বিভাগ আলাদাভাবে নিষেধাজ্ঞা আরোপ করে।
ওই নিষেধাজ্ঞা আরোপের এক মাস আগে, অর্থাৎ গত বছরের নভেম্বরে র্যাবকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিষিদ্ধ করার দাবি জানিয়ে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের আন্ডার সেক্রেটারি জেনারেলকে চিঠি লিখে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচসহ আন্তর্জাতিক ১২টি মানবাধিকার সংস্থা।