শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা জাতীয়

দেশে কেউ গুম হয় না, আত্মগোপনে থাকে: স্বরাষ্ট্রমন্ত্রী



নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :৫ ফেব্রুয়ারি, ২০২২ ১২:১৫ : অপরাহ্ণ

দেশে কেউ গুম হয় না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, ‘অনেকে আত্মগোপন করে। পরে আবার ফিরে আসে। কাউকে কাউকে কিছুদিন পরই উদ্ধার করা হয়।

আজ শনিবার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে রাজধানী উচ্চবিদ্যালয়ে সরস্বতী পূজার নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নিরাপত্তাবাহিনী কোনও গুম-খুনের সঙ্গে জড়িত নয়। কেউ কেউ আত্মগোপনে থেকে অপপ্রচার চালাচ্ছে।’

আরও পড়ুন: ২৪ দেশের ৩০০ গুমের ঘটনা পর্যালোচনায় বৈঠকে বসছে জাতিসংঘ

র‌্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রসঙ্গে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘একটি কুচক্রী মহল মিথ্যা তথ্য দিয়ে এটি করেছে। লবিস্ট নিয়োগে কিভাবে বিদেশে টাকা গেছে তা খতিয়ে দেখা হচ্ছে। শিগগির তা সামনে আনা হবে।’

পাহাড়ে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সেখানে কিছু সমস্যা আছে। এ নিয়ে সেনাবাহিনী কাজ করছে। পাহাড়ে অনেক ধরনের ষড়যন্ত্র হয়। দখল-বেদখলের ঘটনা ঘটে। পার্বত্য শান্তিচুক্তি অনুযায়ী সেখানে সেনা সদস্য পাঠানো হচ্ছে। পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে।’

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর