শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা চট্ট-মেট্টো

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনায় ৮০৯ জন শনাক্ত, মৃত্যু নেই



নিজস্ব প্রতিবেদন প্রকাশের সময় :২৯ জানুয়ারি, ২০২২ ৮:৩১ : পূর্বাহ্ণ

চট্টগ্রামে করোনায় গত ২৪ ঘণ্টায় ৮০৯ জন শনাক্ত হয়েছেন। তবে এই সময়ে করোনায় কারও মৃত্যু হয়নি।

আজ শনিবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২ হাজার ৯১৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৭ দশমিক ৭৭ শতাংশ।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, শনাক্ত ব্যক্তিদের মধ্যে ৫৬১ জনই চট্টগ্রাম নগরীর বাসিন্দা।

বাকি ২৪৮ জনের মধ্যে লোহাগাড়ার ৮, সাতকানিয়ার ১৩, বাঁশখালীর ১৪, আনোয়ারার ১২, চন্দনাইশের ১৬, পটিয়ার ১৩, বোয়ালখালীর ১২, রাঙ্গুনিয়ার ২৯, রাউজানের ২২, হাটহাজারীর ৪৭, ফটিকছড়ির ৪২, মিরসরাইয়ের ৮, সীতাকুণ্ডের ৪ ও সন্দ্বীপ উপজেলার ৮ জন বাসিন্দা রয়েছেন।

এর আগে গতকাল শুক্রবার করোনা শনাক্ত হয়েছিল ১ হাজার ১৬৭ জনের।

আরও পড়ুন: চট্টগ্রামে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ, মৃত্যু বেশি গ্রামে

চট্টগ্রামে এ পর্যন্ত ১ লাখ ১৮ হাজার ১২ জনের করোনা শনাক্ত হয়েছে।

এর মধ্যে নগরের বাসিন্দা ৮৬ হাজার ৮৫ জন। বাকিরা বিভিন্ন উপজেলার।

আর চট্টগ্রামে করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১ হাজার ৩৫৪ জনের।

এর মধ্যে ৭৩০ জন নগরের। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬২৪ জনের।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়।

এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর