প্রতিনিধি, নোয়াখালী প্রকাশের সময় :২৯ জানুয়ারি, ২০২২ ৯:২৬ : অপরাহ্ণ
নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য একরামুল করিম চৌধুরীকে দল থেকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।
আজ শনিবার বিকেলে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির বিশেষ জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পরে জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
শিহাব উদ্দিন শাহীন বলেন, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় সভায় উপস্থিত জেলা আওয়ামী লীগের ৮০ শতাংশ সদস্যের সর্বসম্মতিক্রমে বহিষ্কারের সুপারিশের সিদ্ধান্ত নেওয়া হয়। আগামীকাল রোববার এ সংক্রান্ত চিঠি আওয়ামী লীগ দলীয় সভানেত্রী-সম্পাদক বরাবর পাঠানো হবে।
আরও পড়ুন: রাস্তায় ঘুমানো বস্তির সেই মেয়েটি আজ মাইক্রোসফটের কর্মকর্তা!
এ বিষয়ে জানতে সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর বক্তব্য জানতে তার ফোনে কল করা হলেও তিনি রিসিভ করেননি।
জেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ খায়রুল আনম সেলিমের সভাপতিত্বে সভায় নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ, নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আয়েশা ফেরদৌস, সংরক্ষিত নারী সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফরিদা খানম সাকি, নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী,নোয়াখালী পৌরসভার মেয়র ও আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক সহিদ উল্যাহ খান সোহেলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।