বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪ | ৬ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা খেলা

দি মারিয়া-মার্তিনেসের গোলে চিলিকে হারালো আর্জেন্টিনা


আর্জেন্টিনার জয়ের দুই নায়ক দি মারিয়া-মার্তিনেস

রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২৮ জানুয়ারি, ২০২২ ৯:২১ : পূর্বাহ্ণ

দলের সাথে যোগ দিতে পারেননি লিওনেল মেসি। তবে তাকে ছাড়াই দারুণ এক জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা।

বিশ্বকাপ বাছাইপর্বে চিলির বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পেয়েছে তারা।

শুক্রবার সকালে (বাংলাদেশ সময়) চিলির কালামা শহরে অনুষ্ঠিত এ ম্যাচে হয়েছে ফাউলের ছড়াছড়ি। দুদল মিলে করেছে মোট ৩৬টি ফাউল।

চিলির ২০টির বিপক্ষে আর্জেন্টিনা করেছে ১৬টি ফাউল।

আগে থেকেই মেসি না থাকায় এদিন দলের নেতৃত্ব দেন অভিজ্ঞ ডি মারিয়া।

দলের হয়ে প্রথম গোলটিও করেন তিনি।

করোনা পজিটিভ হওয়ায় ডাগআউটে ছিলেন না নিয়মিত কোচ লিওনেল স্কালোনিও। তাতে অবশ্য জিততে সমস্যা হয়নি আর্জেন্টিনার।

ম্যাচের শুরুতে আর্জেন্টিনা এগিয়ে গেলেও সমতায় ফিরে চিলি। এরপর আবারও গোলের দেখা পায় আর্জেন্টিনা।

যে গোলটিই শেষ পর্যন্ত জয়সূচক গোলে পরিণত হয়।

ম্যাচের শুরুতে আর্জেন্টিনা কিছুটা চাপে থাকলেও ম্যাচের সপ্তম মিনিটেই পিএসজি তারকা ডি মারিয়ার গোলে এগিয়ে যায় তারা।

রদ্রিগো ডি পল বল বাড়িয়ে দেয়া বল সামনে থাকা প্রতিপক্ষের তিন ফুটবলারকে ফাঁকি দিয়ে ২২ গজ দূর থেকে নেয়া দৃষ্টিনন্দন শটে গোল করে দলকে এগিয়ে দেন তিনি।

 চিলিকে হারালো আর্জেন্টিনা

ওই লিড অবশ্য বেশিক্ষণ ধরে রাখে পারেনি আর্জেন্টিনা।

ম্যাচের ২০তম মিনিটে মার্সেলিয়ানো নুয়েজের কাছ থেকে পাওয়া বলে দুরূহ কোন থেকে গোল করে চিলিকে সমতায় ফেরান বেন ব্রেন্টন দিয়াজ।

৬ ম্যাচ পর এই প্রথম গোল হজম করলো আর্জেন্টিনা।

৩৪ মিনিটে আলবিসেলেস্তেদের এগিয়ে দেন ইন্টার মিলান তারকা লাউতারো মার্টিনেজ।

অ্যাথলেটিকো মাদ্রিদের মিডফিল্ডার রদ্রিগো ডি পলের নেয় শট ঠেকিয়েছিলে চিলি গোলরক্ষক ব্র্যাভো।

কিন্তু ফিরতি বল পেয়ে যান মার্টিনেজ। প্লেসিং শটে আগেই পড়ে যাওয়া গোলরক্ষককে পরাস্ত করেন ইন্টারমিলান ফরোয়ার্ড।

৩৭ ও ৩৮ মিনিটে দুটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি চিলি। পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয় স্বাগতিকদের।

বিরতি থেকে ফিরে দু’দলই ছন্দহীন ফুটবল খেলতে থাকে। তবে ৮৪ মিনিটে এসে গোলের খুব কাছাকাছি ছিল চিলি।

কিন্তু এবার ত্রাণকর্তা হয়ে আসেন এমিলিয়ানো মার্টিনেজ। বেন ব্রেন্টনের হেড ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন অ্যাস্টন ভিলা তারকা। হতাশ হতে হয় চিলিকে।

শেষ পর্যন্তও বজায় থাকে সেটি।

এই জয়ে টানা জয়ের রেকর্ড ধরে রাখলো আর্জেন্টিনা। ১৪ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে দুইয়েই থাকল তারা।

১৫ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে সাতে আছে চিলি। ব্রাজিল ১৪ ম্যাচে ১১ জয় ও তিন ড্রয়ে ৩৬ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে।

এই অঞ্চল থেকে শীর্ষ চারটি দল কাতার বিশ্বকাপে সরাসরি খেলার টিকেট পাবে। পঞ্চম স্থানে থাকা দলকে খেলতে হবে আন্তঃমহাদেশীয় প্লে অফ।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর