শুক্রবার, ৩ মে, ২০২৪ | ২০ বৈশাখ, ১৪৩১ | ২৩ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা খেলা

চট্টগ্রামকে ৬ উইকেটে হারিয়ে প্রতিশোধ নিলো মুশফিকের খুলনা


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২৮ জানুয়ারি, ২০২২ ৫:২২ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

দারুণ বোলিংয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে বেশিদূর যেতে দেয়নি খুলনা টাইগার্সের বোলাররা।

ব্যাট হাতে বাকি কাজ সেরেছেন খুলনার ব্যাটাররা।

দুই বিভাগের দাপটে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৬ উইকেটে হারিয়েছে মুশফিকুর রহিমের খুলনা টাইগার্স।

গেল ম্যাচে হারের পর চট্টগ্রামের মাটিতে এসে নিজেদের দ্বিতীয় জয়ের দেখা পেল খুলনা।

অন্যদিকে দুই জয়ের পর নিজেদের ঘরের মাঠে হারের মুখ দেখল চট্টগ্রাম।

১৪৪ রান তাড়া করতে নামা খুলনা অবশ্য ব্যাটিংয়ের শুরুটা ভালো করতে পারেনি।

শুরুতেই আউট হন করোনার ধাক্কা কাটিয়ে দলে ফেরা সৌম্য সরকার।

তবে ফ্লেচারের ব্যাটে সেই ধাক্কা দ্রুতই কাটিয়ে ওঠে খুলনা। উইকেটে টিকে থেকে ৫৮ রানের ইনিংস উপহার দেন ফ্লেচার।

৪৭ বলে তাঁর ইনিংসটি সাজানো ছিল ছয় বাউন্ডারি ও দুই ছক্কা দিয়ে।

ফ্লেচার ফিরলে ব্যাট হাতে দলের বাকি কাজ সারেন মুশফিকুর রহিম।

প্রসন্নকে সঙ্গে নিয়ে ৭ বল হাতে রেখেই দলকে জয়ের বন্দরে নিয়ে যান অধিনায়ক।

৩০ বলে ৪৪ রান করেন খুলনার অধিনায়ক মুশফিক। প্রসন্ন করেন ২৩ রান।

এর আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৩ রান তুলেছে চট্টগ্রাম।

দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করেন আফিফ হোসেন। শেষ দিকে ১৯ বলে ২৫ রানের একটি ইনিংস খেলেন নাঈম ইসলাম।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই হোঁচট খায় চট্টগ্রাম।

দলীয় ৩ রানের মাথায় হারিয়ে ফেলে ওপেনার কেনার লুইসকে (১)।

সেই ধাক্কা কাটিয়ে সাব্বির রহমানকে নিয়ে স্কোরবোর্ডে ৬০ রান তোলেন উইল জ্যাকস।

নবম ওভারে জ্যাকসকে বোল্ড করে ওই জুটি ভাঙেন থিসারা পেরেরা। ২৩ বলে ২৮ করে বিদায় নেন জ্যাকস।

জ্যাকসের পর সাব্বিরকেও টিকতে দেয়নি চট্টগ্রাম। মাত্র ৪ রানে তিনি সাজঘরে ফেরেন।

এরপর প্রতিরোধ গড়েন আফিফ হোসেন। কিন্তু তিনি এক প্রান্ত আগলে রাখলেও আরেক প্রান্তে আশা-যাওয়ার মিছিলে ছিলেন মেহেদী মিরাজ, বেনি হাওয়েল, শামীম হোসেনরা।

তবে স্রোতের বিপরীতে ছিলেন আফিফ। উইকেটে টিকে থেকে ৪৪ রান করেন তিনি। ৩৭ ওভারে তাঁর ইনিংসে ছিল তিন বাউন্ডারি ও দুই ছক্কা।

আফিফ ফিরলে রানের গতি কমতে থাকে চট্টগ্রামের। এরপর নাঈমের শেষ দিকের ব্যাটিংয়ে ১৪৩ রানে থামে মেহেদী হাসান মিরাজের দল।

খুলনা টাইগার্সের হয়ে ১৮ রান দিয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন থিসারা পেরেরা।

সমান একটি করে নিয়েছেন ফরহাদ রেজা, প্রসন্ন, মেহেদী ও নাবিল সামাদ।

সংক্ষিপ্ত স্কোর

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: ২০ ওভারে ১৪৩/৮ (লুইস ১, জ্যাকস ২৮, আফিফ ৪৪, সাব্বির ৪, মিরাজ ৬, বেনি হাওয়েল ৫, শামীম ২, রেজাউর ৭, শরিফুল ১২, নাঈম ২৫ ; পেরেরা ৪-০-১৮-৩, মেহেদী ৪-০-২৭-১, সামাদ ২-০-১৪-১, ফরহাদ ৩-০-১৬-১, কামরুল ৪-০-৪১-১)।

খুলনা টাইগার্স: ১৮.৫ ওভারে ১৪৪/৪ (ফ্লেচার ৫৮, সৌম্য ১, রনি তালুকদার ১৭, মুশফিক ৪৪, প্রসন্ন ২৩, পেরেরা ০ ; মিরাজ ৩.৫-০-২৪-২, নাসুম ৪-০-২৬-১, হাওয়েল ৪-০-২১-০, শরিফুল ৩-০-৩২-১, রেজাউর ৪-০-৪০-০)।

ফল: ছয় উইকেটে জয়ী খুলনা টাইগার্স।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর