শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আইন-আদালত

নিম্ন আদালতের কার্যক্রম মনিটরিংয়ে হাইকোর্টের ৮ বিচারপতি



নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :২৭ জানুয়ারি, ২০২২ ৯:০১ : অপরাহ্ণ

বিচারিক কাজে গতি ও মামলাজট নিরসনে নিম্ন আদালতের কার্যক্রম তদারকি করতে আটজন বিচারপতিকে দায়িত্ব দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানীর সই করা একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী দেশের আটটি বিভাগের প্রত্যেক বিভাগের জন্য হাইকোর্ট বিভাগের একজন করে বিচারপতিকে মনোনয়ন প্রদান করেছেন।’

ঢাকা বিভাগে নিম্ন আদালতের কার্যক্রম মনিটরিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বিচারপতি মোস্তফা জামান ইসলামকে, খুলনা বিভাগে বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন, বরিশাল বিভাগে বিচারপতি জাফর আহমেদ, চট্টগ্রাম বিভাগে বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা, সিলেট বিভাগে বিচারপতি এসএম কুদ্দুস জামান, রংপুর বিভাগে বিচারপতি শাহেদ নূরউদ্দিন, ময়মনসিংহ বিভাগে বিচারপতি মো. জাকির হোসেন ও রাজশাহী বিভাগে মনিটরিং করবেন বিচারপতি মো. আখতারুজ্জামান।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর