শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা জাতীয়

দিনের ভোট রাতে হয়েছে এমনটি কেউ দেখেনি: সিইসি



নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :২৭ জানুয়ারি, ২০২২ ৫:৩১ : অপরাহ্ণ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনের ভোট রাতে হওয়ার অভিযোগ প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, ‘নির্বাচন কমিশনের কেউ কোথাও রাতে ভোট হওয়ার বিষয়টি দেখেননি, এমনকি কোনো সাংবাদিক রাতে ভোট হয়েছে তা দেখেছেন কিংবা লিখেছেন বলে আমাদের জানা নেই।’

আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি- আরএফইডি’ টক শীর্ষক আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

নূরুল হুদা বলেন, ‘অভিযোগের ওপর ভিত্তি করে আমি চূড়ান্ত কিছু বলতে পারি না। কারণ, আমি তো দেখি নাই। আপনিও দেখেননি যে রাতে ভোট হয়েছে। তদন্ত হলে বেরিয়ে আসতো, বেরিয়ে এলে আদালতের নির্দেশে নির্বাচন বন্ধ হয়ে যেত। সারা দেশের নির্বাচনও বন্ধ হয়ে যেতে পারতো। রাজনৈতিক দলগুলো কেন আদালতে অভিযোগ দেয়নি সেটা তাদের বিষয়। এ সুযোগ তারা হাতছাড়া করেছে।’

সিইসি বলেন, ‘নির্বাচনের গেজেট প্রকাশ হয়ে গেলে আমাদের কিছু করার থাকে না। কারণ এটা আইন। প্রকৃতপক্ষে আমাদের আইনের বাইরে গিয়ে কিছু করার সুযোগও ছিলো না।’

‘সুশাসনের জন্য নাগরিকের’ সম্পাদক বদিউল আলম মজুমদারকে ব্যক্তিগত সুবিধা না দেওয়ায় কমিশনের সমালোচনা করছেন-এমন অভিযোগ করে নূরুল হুদা বলেন, ‘বদিউল আলম মজুমদার আমি কমিশনের দায়িত্ব নেওয়ার পর আমার কাছে এসেছিলেন সুবিধা নিতে, আমি তাঁকে কাজ করার সুযোগ না দেওয়ায় তিনি কমিশনের সমালোচনা করেন। অথচ তার বিরুদ্ধে শামসুল হুদা কমিশনের আমলে কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে।’

সাবেক সিইসি এটিএম শামসুল হুদা নির্বাচন কমিশনকে নিয়ে সমালোচনার বিষয়ে সিইসি বলেন, ‘শামসুল হুদা এতোদিন পরে এসে আমাদেরকে সবক দিচ্ছেন, তিনি ৯০ দিনের পরিবর্তে ৬৯০ দিন পর নির্বাচন করেছেন, এই ক্ষমতা তাকে কে দিয়েছে? দলীয় সরকারের অধীনে নির্বাচন করা আর সামরিক শাসনের অধীনে নির্বাচন করা এক কথা নয়, এটা বুঝতে হবে।’

শামসুল হুদা কমিশন ক্যান্টনমেন্টের আশীর্বাদ নিয়ে নির্বাচন করেছেন বলেও মন্তব্য করেন সিইসি।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর