রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা রাজধানী

নালায় নেমে ফেসবুকে ভাইরাল মেয়র আতিক



নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :২৬ জানুয়ারি, ২০২২ ৯:০১ : অপরাহ্ণ

একটি নালায় নেমে স্লাব ধরে ভেতরে উঁকি দিয়ে দেখছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

নালায় নেমে মেয়রের নির্মাণ কাজ তদারকির ছবি ডিএনসিসির ফেসবুক পেজে প্রকাশ করা হয়।

সেই পোস্টে লেখা হয়, ‘জনগণের পয়সায় শহর উন্নয়নের কাজ হয়। জনগণ যাতে এর সর্বোচ্চ সুফলভোগী হয়, এটা নিশ্চিত করা জনপ্রতিনিধির কাজ। মেয়র মো. আতিকুল ইসলাম সেটা নিশ্চিত করতে নিজেই ড্রেনে নেমে কাজের মান পরীক্ষা করে দেখছেন। ’

পোস্টের পরই এ ছবি ভাইরাল হয়ে যায়।

এ ছবি নিয়ে অনেকে মেয়রের এমন কাজের আন্তরিকতা নিয়ে প্রশংসা করছেন, আবার অনেকেই এ বিষয়ে সমালোচনা করে পোস্ট করেছেন।

শাহেদ শফিক নামে এক সংবাদকর্মী মেয়র আতিকের ম্যানহোলের একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘ছবিটা অনেক কথা বলে। ভালো লাগার একটি ছবি! মেয়র হোক এমন…’।

ওই পোস্টের মন্তব্যে শুভ নামে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘তেলবাজির একটা লিমিট থাকা দরকার, ছবিতে যেভাবে তাকিয়ে আছে দেখে মনে হচ্ছে ছবি তোলার জন্যই তার এই অদম্য প্রচেষ্টা।’

জানা গেছে, গতকাল মঙ্গলবার রাজধানীর মোহাম্মদপুরের বছিলা এলাকার স্বপ্নধারা হাউজিং মূল সড়ক (বছিলা ৪০ ফুট সড়ক) এলাকায় ড্রেনে নেমেছিলেন মেয়র আতিকুল ইসলাম। লাউতলা খালের উচ্ছেদ অভিযান পরিদর্শনের জন্য মেয়র সেখানে গিয়েছিলেন। সেখানে ৩০০ মিটার লম্বা একটি নালার নির্মাণকাজ চলছে। নির্মাণ করা নালাটির স্ল্যাবের কিছু ঢাকনা খোলা ছিল। এমনই একটি খোলা স্ল্যাবের জায়গা দিয়ে নালায় নামেন মেয়র। মাথা নিচু করে নালার ভেতরটা দেখেন তিনি।

এ বিষয়ে মেয়র আতিকুল ইসলামের সহকারী একান্ত সচিব ফরিদ উদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘মেয়র যে নালায় নেমেছেন, সেটি নতুন নির্মাণ করা হয়েছে। নালা নির্মাণের কাজটি ঠিক হয়েছে কি না, তা দেখতে ও যাচাই করতেই নালায় নেমেছিলেন তিনি।’

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর