প্রতিনিধি, সিলেট প্রকাশের সময় :২৬ জানুয়ারি, ২০২২ ১:৫৩ : অপরাহ্ণ
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অনশন ভাঙিয়ে বরেণ্য কথাসাহিত্যিক, শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, ‘যে মানুষ এসব দেখেও নিজের জায়গায় অনড় থাকে, তাকে আমি মানুষ বলতে চাই না, সে দানব। ওই মানুষের জন্য তোমাদের জীবন যাওয়ার কোনো মানেই হয় না। তোমাদের জীবন অনেক মূল্যবান।’
উপাচার্যের (ভিসি) পদত্যাগের দাবিতে সাত দিনব্যাপী অনশনরত শিক্ষার্থীদের অনশন ভাঙিয়ে আজ বুধবার উপস্থিত সাংবাদিকদের কাছে তিনি এমন মন্তব্য করেন।
ড. মুহম্মদ জাফর ইকবাল ও তার স্ত্রী অধ্যাপক ইয়াসমিন হক পানি পান করিয়ে শিক্ষার্থীদের অনশন ভাঙান।
জাফর ইকবাল বলেন, ‘সরকারের ঊর্ধ্বতন মহল থেকে আমাদের নিশ্চিত করা হয়েছে যে, তোমাদের দাবি মানা হবে। দুটি মামলাই উঠানো হবে। আর সে কারণেই আমরা এসেছি। নিশ্চিত না হলেও আমরা আসতাম, কিন্তু তোমাদেরকে অনশন ভাঙতে বলতে পারতাম না।’
তিনি বলেন, ‘তারা (উচ্চমহল) আমাকে যে কথাগুলো দিয়েছেন, সেগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে। যদি সেটা না হয়, তাহলে বুঝে নেব সরকারের উচ্চমহল শুধু শিক্ষার্থী নয়, আমার সঙ্গেও প্রতারণা করেছেন।’
শিক্ষার্থীদের উদ্দেশ্যে বরেণ্য এ শিক্ষাবিদ বলেন, ‘এখানকার শিক্ষার্থীদের সঙ্গে যা হয়েছে তা অমানবিক, নিষ্ঠুর, দানবীয়। যখন আমি এখানে এসে দেখলাম অনশন করা শিক্ষার্থীদের চিকিৎসার জন্য কোনো মেডিকেল টিম নেই, তখন আমি খুবই ব্যথা পেয়েছি। পাশাপাশি এই শিক্ষার্থীদের যারা টাকা-পয়সা দিয়ে পাশে ছিল, তাদেরও গ্রেপ্তার করা হয়েছে। তারা এখন কারাগারে। এদের দ্রুত মুক্তি দিতে হবে।’
শিক্ষার্থীদের উদ্দেশ্যে জাফর ইকবাল বলেন, ‘তোমরা যে কাজটা করেছো, নিশ্চিত থেকো, তোমাদের কারণে দেশের বিশ্ববিদ্যালয়, ভিসি সিস্টেমটা ঠিক হবে। তোমরা ৩৪ জন ভিসির ঘুম হারাম করে দিয়েছো।’
এর আগে মঙ্গলবার দিবাগত রাত ৪টার দিকে শাহজালাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়ে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন ড. মুহম্মদ জাফর ইকবাল ।
এ সময় তার স্ত্রী ইয়াসমিন হকও সঙ্গে ছিলেন।
তিনি শিক্ষার্থীদের অনশন ভাঙার অনুরোধ করেন। জবাবে অনশনকারী সব শিক্ষার্থী বুধবার সকালে এক সঙ্গে অনশন ভাঙার আশ্বাস দেন।
শিক্ষার্থীদের আশ্বাসে বুধবার সকাল ৮টায় ফের ড. জাফর ইকবাল এবং তার স্ত্রী ড. ইয়াসমিন হক ক্যাম্পাসে আসেন।
এরপর হাসপাতালে থাকা শিক্ষার্থীদেরকে অনশনস্থলে আনা হলে ড. জাফর ইকবাল তাদেরকে পানি পান করান।
আরও পড়ুন: অনশন ভাঙলেন শাবির শিক্ষার্থীরা, আন্দোলন ‘যৌক্তিক’ বললেন জাফর ইকবাল