শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা খেলা

আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার পাকিস্তানের রিজওয়ান



রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২৩ জানুয়ারি, ২০২২ ৩:২২ : অপরাহ্ণ

২০২১ সালটা পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের কেটেছে স্বপ্নের মত। বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটে অতিমানবীয় ফর্মে ছিলেন রিজওয়ান।

তার স্বীকৃতিও পেয়েছেন তিনি, হয়েছেন আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার।

গত বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রিজওয়ান খেলেছিলেন ২৯টি ম্যাচ।

এই উইকেটরক্ষক ব্যাটার ৭৩.৬৬ গড়ে রান করেছেন ১৩২৬।

উইকেটের পেছনে ডিসমিসাল আছে ২৪টি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি এক বছরে সর্বোচ্চ রান সংগ্রহের রেকর্ড তিনি ভেঙে ফেলেছিলেন সেই জুলাই মাসেই।

তারপর তো নিজেকে নিয়ে গেছেন ধরাছোঁয়ার বাইরে। যার স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার পেলেন রিজওয়ান।

রিজওয়ানের বর্ষসেরার খবর টুইট করেছে আইসিসি।

সেখানে বলা হয়েছে-‘দারুণ ধারাবাহিকতা, অদম্য ক্রিকেটীয় স্পিরিট ও কিছু দুর্দান্ত ইনিংস— আইসিসির টি-টোয়েন্টি বর্ষসেরা ক্রিকেটার ২০২১ সালে অবিস্মরণীয় একটা বছরই কাটিয়েছেন।’

এছাড়াও এবার মনোনয় পেয়েছিলেন ইংল্যান্ডের জস বাটলার, অস্ট্রেলিয়ার মিচেল মার্শ ও শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা।

১৪টি টি-টোয়েন্টি ম্যাচে ৬৫.৪৪ গড়ে বাটলারের ব্যাট থেকে এসেছিল ৫৮৯ রান। স্ট্রাইকরেট ১৪৩.৩০। বাটলারের ডিসমিসাল ছিল ১৩টি।

অস্ট্রেলিয়ার মিচেল মার্শ ২১ ম্যাচে ব্যাট হাতে করেছেন ৬২৭ রান। গড় ৩৭.৮৮। এছাড়া বল হাতে মার্শ শিকার করেন আটটি উইকেট।

শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা ২০ ম্যাচে এই লেগ স্পিনার শিকার করেছেন ৩৬টি উইকেট। বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হ্যাটট্রিক করেছিলেন হাসারাঙ্গা। এছাড়া ব্যাট হাতে তার সংগ্রহ ছিল ১৯৬ রান।

তাদের পেছনে ফেলে পুরস্কারটি নিজের করে নেন ২৯ বছর বয়সী উইকেটকিপার ব্যাটার রিজওয়ান।

আরও পড়ুন: প্রশংসায় ভাসছেন মাহমুদউল্লাহ

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর