শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪ | ১৪ বৈশাখ, ১৪৩১ | ১৭ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা আইন-আদালত

প্রধান বিচারপতি ও তার স্ত্রী করোনা আক্রান্ত, হাসপাতালে ভর্তি


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :২০ জানুয়ারি, ২০২২ ১১:৩১ : পূর্বাহ্ণ
Rajnitisangbad Facebook Page

সদ্য নিয়োগ পাওয়া নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও তার স্ত্রী ডালিয়া ফিরোজ করোনায় আক্রান্ত হয়েছেন।

এখন তারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

উপাচার্য বলেন, ওনারা (প্রধান বিচারপতি এবং তার স্ত্রী) হাসপাতালে ভর্তি আছেন। সুস্থ আছেন।

আরও পড়ুন: 

করোনার নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ কতটা বিপজ্জনক

যেসব উপসর্গে বুঝবেন আপনি ওমিক্রনে আক্রান্ত

সুপ্রিম কোর্ট প্রশাসন সূত্রে জানা যায়, প্রথমেই প্রধান বিচারপতির স্ত্রী ডালিয়া ফিরোজ করোনায় আক্রান্ত হন। গত মঙ্গলবার তিনি হাসপাতালে ভর্তি হন।

এরপর প্রধান বিচারপতিও করোনা শনাক্ত হয়। বুধবার রাতে তিনিও হাসপাতালে ভর্তি হন।

প্রধান বিচারপতির অনুপস্থিতিতে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. নূরুজ্জামানের নেতৃত্বে পাঁচ বিচারপতি মিলে আপিল বেঞ্চ পরিচালনা করছেন।

প্রধান বিচারপতি ছাড়াও হাইকোর্ট বিভাগের ১৩ বিচারপতি করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এসকে মোরশেদও করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে আছেন।

দেশের ২৩ তম প্রধান বিচারপতি হিসেবে গত ৩০ ডিসেম্বর নিয়োগ পান হাসান ফয়েজ সিদ্দিকী।

নতুন বছর থেকে নতুন প্রধান বিচারপতি হিসেবে তিনি দায়িত্ব পালন শুরু করেন।

আরও পড়ুন:

ওমিক্রন ও সাধারণ ঠাণ্ডার পার্থক্য বুঝবেন যেভাবে

করোনা নিয়ন্ত্রণে নতুন যে ৫ পরামর্শ দিলো কারিগরি কমিটি

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর