সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা নির্বাচন

বিজয়ের ভি’তে নয়, সংগ্রামেই ভরসা রাখলেন তৈমুর



প্রতিনিধি, নারায়ণগঞ্জ প্রকাশের সময় :১৬ জানুয়ারি, ২০২২ ১১:৩৩ : পূর্বাহ্ণ

ভোট প্রদান শেষে বিজয়ের ভি চিহ্নের পরিবর্তে সংগ্রামের চিহ্ন দেখালেন স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার।

আজ রোববার সকালে নারায়ণগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় ভোট দেওয়ার পর তিনি এমন চিহ্ন দেখান।

ভোট দেওয়ার পর বিএনপির চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা তৈমুর আলম বলেন, ‘সিদ্ধিরগঞ্জে একটি ভোট কেন্দ্রে আমার পোলিং এজেন্ট ঢুকতে দেয়নি। তবে ভোটের সার্বিক পরিস্থিতি ভালো।’

তিনি অভিযোগ করে বলেন, জাতীয় পরিচয়পত্র ছাড়া ভোট দিতে না পেরে অনেকে ফিরে যাচ্ছে। তাদের আঙুলের ছাপ দিয়ে ভোট দেওয়ার ব্যবস্থা করতে আহ্বান জানান তিনি।

আরও পড়ুন: নারায়ণগঞ্জ সিটিতে শান্তিপূর্ণভাবে ভোট চলছে

এ সময় বহিরাগতদের নগরে ঢুকতে জাতীয় পরিচয়পত্র দেখানোর যে ব্যবস্থা করা হয়েছে এর প্রশংসা করেন তৈমুর আলম।

জয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে তৈমুর আলম বলেন, ‘লক্ষাধিক ভোটের ব্যবধানের জয়ী হবো।’

এর আগে সকাল ৮টা থেকে ভোট শুরু হয়েছে। বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

আরও পড়ুন: শতভাগ নিশ্চিত, নৌকার জয় হবেই হবে: আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মোট ওয়ার্ড ২৭টি। এর মধ্যে নারায়ণগঞ্জ সদরে ১৮টি ও বন্দর উপজেলায় ৯টি।

মোট ভোটার পাঁচ লাখ ১৭ হাজার ৩৬১। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ৫৯ হাজার ৮৪৬ ও পুরুষ ভোটার ২ লাখ ৫৭ হাজার ৫১১। ৪ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। ভোটকেন্দ্র রয়েছে ১৯২টি।

নির্বাচনে মেয়র পদে লড়ছেন ৭ প্রার্থী। সংরক্ষিত ৯টি নারী ওয়ার্ডের কাউন্সিলর পদে লড়ছেন ৩৪ ও ২৭টি সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৪৮ জন।

মেয়র পদে দলীয় প্রতীকে ভোট হলেও আওয়ামী লীগ ছাড়া বিএনপির ধানের শীষ ও জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক এই ভোটে অনুপস্থিত।

কিন্তু, বিএনপির দলীয় পদ থেকে সদ্য অব্যাহতি পাওয়া তৈমূর আলম খন্দকার স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।

আরও পড়ুন: নির্বাচনে ভোট দিতে পারছেন না শামীম ওসমান

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর