প্রতিনিধি, নারায়ণগঞ্জ প্রকাশের সময় :১৪ জানুয়ারি, ২০২২ ৩:৩১ : অপরাহ্ণ
জমে উঠেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন। কারণ প্রচার-প্রচারণার শেষ দিন আজ শুক্রবার।
এ উপলক্ষে সকালে সংবাদ সম্মেলন কথা বলেছেন আওয়ামী লীগ সমর্থিত মেয়রপ্রার্থী সেলিনা হায়াৎ আইভী।
নির্বাচনে কত ভোটের ব্যবধানে জিতবেন বলে আপনি আশাবাদী?-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নাসিক নির্বাচনে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী সাংবাদিকদের বলেছেন, ‘নির্বাচনটা যদি নিরপেক্ষ ও সংঘাতমুক্ত হয়, তাহলে আমি লক্ষাধিক ভোটের ব্যবধানে জিতবো ইনশাআল্লাহ।’
আজ শুক্রবার সকালে নারায়ণগঞ্জ মহানগরীর ফতুল্লার দেওভোগে নিজ বাসায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আইভী অভিযোগ করে বলেন, ‘আমাকে পরাজিত করতে সব বিপক্ষ এক হয়ে গেছে। এখন সেই পক্ষটা ঘরের হতে পারে, বাইরেরও হতে পারে। তারা সব মিলে গিয়েছে, কীভাবে আমাকে পরাজিত করা যায়। কীভাবে একটা বিশৃংখলা তৈরি করে ভোটটাকে ঝামেলায় ফেলা যায়। কারণ সবাই জানে আমার বিজয় সুনিশ্চিত।’
নৌকার মেয়র প্রার্থী বলেন, ‘নির্বাচন কমিশনকে আমি আগেই জানিয়েছি, যাতে ভোট কেন্দ্রে ভোটার যেতে পারেন। নারী ভোটার ও তরুণ ভোটাররা যেন যেতে পারেন। কারণ এ ভোটগুলো আমার। কোনো ধরনের সহিংসতা যেন না হয়।’
আরও পড়ুন: সরকারি দলের মেহমানরা নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছেন: তৈমূর
আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা নির্বাচন প্রভাবিত করার জন্য এখানে আসছে এমন অভিযোগের জবাবে আইভী বলেন, ‘ঢাকা থেকে নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণে এসেছে তারা। এখানে কোনো ঝামেলা হচ্ছে কিনা, তা পর্যবেক্ষণ করছে। তারা আমার জয় নিয়ে শঙ্কিত নয়, কখনো ছিল না। তাই প্রভাবিত করার কিছু নেই।’
উল্লেখ্য, আগামী রোববার নারায়ণগঞ্জে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।