সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আন্তর্জাতিক

দেশ ভাগের ৭৪ বছর পর দুই ভাইয়ের সাক্ষাৎ



রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১৪ জানুয়ারি, ২০২২ ১:৪৫ : অপরাহ্ণ

১০ বছর নয়, ২০ বছর নয়। টানা ৭৪ বছর। এরপর আবারও দেখা।

ভাইয়ে ভাইয়ে পুনর্মিলন। সেই আনন্দেই মঙ্গলবার এক অন্যরকম দৃশ্যের অবতারণা হলো ভারত-পাকিস্তান সীমান্তের কর্তারপুর করিডোরে।

দেখামাত্রই একে অপরকে জড়িয়ে ধরলেন দুই ভাই, কাঁদলেনও।

আবেগ বিগলিত এই দৃশ্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

১৯৪৭ সাল। তখন মুহাম্মদ সিদ্দিকের বয়স ছিল ছয় বছর। তার ছোটভাই হাবিবের বয়স মাত্র চার বছর।

দেশ ভাগের সময় আলাদা হয়ে গিয়েছিলেন তারা। ঠিক ৭৪ বছর পর তাদের দেখা হলো কর্তারপুর করিডোরে।

হৃদয় নিংড়ানো ভালোবাসায় একে অন্যকে এমনভাবে আলিঙ্গন করলেন-যেন সামনের ৭৪ বছরেও তারা পরস্পরকে ছাড়বেন না।

আনন্দাশ্রু ভরা ৮০ বছর বয়সি সিদ্দিক এবং ৭৮ বছর বয়সী হাবিবের আলিঙ্গনে আটকে থাকা ওই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

আরও পড়ুন: পরিচয় জানা গেলো সেই আইসক্রিমওয়ালার, যার ভক্ত দেড় মিলিয়ন (ভিডিও)

১৯৪৭ সালে যখন ভারত-পাকিস্তান ভাগ হয়, তখন ভাগ্য বদলে যায় বহু মানুষের।

যেমনভাবে বদলে গিয়েছিল সিদ্দীক ও হাবিব নামের এই দুই ভাইয়ের ভাগ্য।

১৯৪৭ সালে দেশভাগের সময় আলাদা হয়ে যান তারা।

তবে গেলো বুধবার ৭৪ বছর পর আবারও দেখা হলো তাদের।

ভারতের গণমাধ্যমের বরাত দিয়ে খালিজ টাইমস জানিয়েছে, কর্তারপুরে দেখা হয় দুই ভাইয়ের।

দ্য নিউজ ইন্টারন্যাশনাল জানিয়েছে, পাকিস্তানের ফয়সালাবাদের বাসিন্দা সিদ্দীক তার বড় ভাই হাবিবের সঙ্গে কর্তারপুরে দেখা করেছেন।

হাবিব ভারতের পাঞ্জাবের ফুলানওয়াল এলাকায় বসবাস করেন।

দেশভাগের সময় সিদ্দীক শিশু ছিল। ১৯৪৭ সালে দেশভাগের সময় আলাদা হয়ে যান দুই ভাই।

দেশভাগের পর ভারতে বেড়ে ওঠেন সিদ্দীকের বড় ভাই হাবিব।

সাত দশকের বেশি সময় পর দেখা হওয়ায় আবেগ ধরে রাখতে পারেননি দুই ভাই।

তারা একে অপরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন।

এ সময় এমন পদক্ষেপের জন্য কর্তারপুরের প্রশংসা করেন হাবিব।

তিনি বলেন, কর্তারপুর করিডোরের কারণে আমাদের দুই ভাইয়ের দেখা হয়েছে।

দ্য নিউজ ইন্টারন্যাশনাল জানিয়েছে, হাবিব তার ছোট ভাইকে বলেছেন, এই করিডোর দিয়ে তারা দেখা-সাক্ষাৎ অব্যাহত রাখবেন।

প্রসঙ্গত, ভারত ও পাকিস্তানের নাগরিকরা কর্তারপুর পর্যন্ত ভিসামুক্ত প্রবেশাধিকার পান।

আরও পড়ুন: মাত্র ৬০ টাকায় কোটিপতি ভ্যানচালক ফজলে মিয়া

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর