রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১২ জানুয়ারি, ২০২২ ৬:৪২ : অপরাহ্ণ
চট্টগ্রাম নগরীর উত্তর হালিশহরের নাথ পাড়ায় অগ্নিকাণ্ড এলাকা পরিদর্শন করেছেন বিশিষ্ট সমাজ সেবক ও নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ।
আজ বুধবার তিনি ওই এলাকা পরিদর্শনে গিয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের খোঁজ খবর নেন।
ফরিদ মাহমুদ অগ্নিকাণ্ডে চারটি পরিবারের পুড়ে যাওয়া বসতভিটা ঘুরে দেখেন এবং তাদের প্রতি সমবেদনা জানান।
এ সময় তিনি চারটি পরিবারকে নগদ টাকা, শুকনো খাবার ও শীতবস্ত্র বিতরণ করেন।
ফরিদ মাহমুদ ক্ষতিগ্রস্ত চারটি পরিবারের ঘরবাড়ি পুন:নির্মাণ করার জন্যে অবস্থাপন্ন ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন শেখ নাছির আহমেদ, আশরাফুল গনি চৌধুরী, দেলোয়ার হোসেন দেলু, বাবুল দাশ, আনিসুর রহমান মামুন, মনজুরুল আলম রিমু, ইয়াছিন ভুঁইয়্যা,জালাল আহমেদ, নিপেন নাথ,বিজয় নাথ, মেম্বার বাবু দুলাল কান্তি নাথ, সুমন নাথ, সুভাষ নাথ, তপন নাথ, বিশ্বজিত ধর, সজল নাথ, কুশলব নাথ, লিটন দাশ, পিকলু নাথ, টুটুল নাথ, তরুণ নাথ, সনজিৎ নাথ, রাহুল নাথ, তুষার নাথ, রোপন নাথ, অসিত মজুমদার, প্রশান্ত নাথ, অজয় নন্দী, পলাশ ধর প্রমুখ।
ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে রাজনীতিক ফরিদ মাহমুদকে ভোলানাথ কুঁড়ি যুবগোষ্ঠীর নেতৃবৃন্দ ফুলের ঢালি দিয়ে বরণ করে নেন।
এ সময় তিনি সাবেক মেয়র প্রয়াত এ বি এম মহিউদ্দিন চৌধুরীর আমলে নাথপাড়াবাসীর জন্যে নির্মিত শ্রী শ্রী ভদ্রকালি মন্দির পরিদর্শন করেন।
এ সময় মন্দির পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: মহিউদ্দিন চৌধুরীর ‘দুটি প্রস্তাব’ ফিরিয়ে দেন ফরিদ মাহমুদ