শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা জাতীয়

বাংলাদেশের মধ্য দিয়ে ভারতের নতুন শিপিং রুট



রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৯ জানুয়ারি, ২০২২ ৫:৩১ : অপরাহ্ণ

ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে পশ্চিমবঙ্গকে সংযুক্ত করতে বাংলাদেশের মধ্যে দিয়ে নতুন শিপিং রুট তৈরি করতে কাজ শুরু করেছে ভারত সরকার।

আজ শনিবার ভারতের বন্দর, নৌপরিবহন ও নৌপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল চলমান নর্থইস্ট ফেস্টিভালে ‘ব্রহ্মপুত্র রিভার কনক্লেভ’-এ বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা জানান।

সর্বানন্দ সোনোয়াল বলেন, ‘এই রুটের মাধ্যমে আসাম ও উত্তর-পূর্বাঞ্চল থেকে পণ্যবাহী কার্গো ও যাত্রীবাহী জাহাজ বাংলাদেশ হয়ে পশ্চিমবঙ্গের হলদিয়ার সঙ্গে যুক্ত হবে। ইতোমধ্যে পণ্যবাহী জাহাজ চলাচলের জন্য বরাক ও ব্রহ্মপুত্র নদের জলপথ প্রশস্ত ও ড্রেজিংয়ের কাজ শুরু হয়েছে। আসাম এবং উত্তর-পূর্বাঞ্চল থেকে পণ্য ও যাত্রীবাহী জাহাজগুলো বাংলাদেশ হয়ে হলদিয়ায় সংযুক্ত হবে।’

আরও পড়ুন: ১ হাজার ৪৮৩ টাকায় ব্যবসা শুরু, এখন ৬ হাজার কোটি টাকার শিল্প গ্রুপ

তিনি জানান, শুধু ব্রহ্মপুত্রই নয় মানস, ধানসিঁড়ি, আইসহ অন্যান্য নদীগুলোর নৌপথের উন্নয়ন করতে হবে। এতে উত্তর-পূর্বাঞ্চলের বাজারগুলো আরও জমজমাট হয়ে উঠবে।

সর্বানন্দ সোনোয়াল বলেন, ‘আটটি রাজ্যকে অবশ্যই একত্রিত হতে হবে। এই অঞ্চলের মানুষের উন্নয়নের জন্য কাজ করতে হবে।’

সূত্র: ইকোনমিক টাইমস

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর