নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :৭ জানুয়ারি, ২০২২ ৪:৫০ : অপরাহ্ণ
১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকার আওতায় আনতে জন্ম নিবন্ধনের শর্ত শিথিল করেছে সরকার।
নতুন নিয়ম অনুযায়ী, ২০০১ সালের পর জন্ম নেওয়া শিশুর জন্মনিবন্ধনের ক্ষেত্রে বাবা-মায়ের জন্ম নিবন্ধন নম্বর দিতে হবে না।
বৃহস্পতিবার রাতে রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার জেনারেল মো. ওসমান ভুঁইয়ার সই করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।
ডেপুটি রেজিস্ট্রার জেনারেল মো. ওসমান ভুঁইয়া জানান, শিক্ষার্থীরা যেন দ্রুত জন্ম নিবন্ধন করতে পারে সেজন্যই সরকার বাবা-মায়ের জন্মনিবন্ধন ছাড়া নতুন জন্মনিবন্ধন করার সিদ্ধান্ত নিয়েছে। এখন শিক্ষার্থীরা সহজেই জন্মনিবন্ধন করে করোনার টিকার জন্য নিবন্ধন করতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ওই অফিস আদেশে বলা হয়েছে, সুরক্ষা অ্যাপের মাধ্যমে শিক্ষার্থীদের কোভিড-১৯-এর ভ্যাকসিন দেওয়ার জন্য জন্মনিবন্ধন আবশ্যক।
২০০১ সালের পর জন্ম নেওয়া শিশুর জন্ম নিবন্ধনের ক্ষেত্রে বিডিআরআইএস সফটওয়্যারে বাবা-মায়ের জন্মনিবন্ধন নম্বর দেওয়ার নিয়ম আছে।
ছাত্র-ছাত্রীদের কোভিড-১৯-এর ভ্যাকসিন দেওয়া ও সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধনের জন্য পিতা-মাতার জন্মনিবন্ধন ছাড়া শিক্ষার্থীদের জন্ম নিবন্ধন করার সিদ্ধান্ত হয়েছে।
দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার মন্ত্রিপরিষদের বৈঠকে টিকা ছাড়া ১২ বছর বয়সী কোনো শিক্ষার্থী স্কুলে যেতে পারবে না বলে সিন্ধান্ত নিয়েছে সরকার।
এরপরই করোনাভাইরাস প্রতিরোধী টিকার আওতায় আনতে জন্ম নিবন্ধনের শর্ত শিথিলের সিদ্ধান্ত এলো।
আরও পড়ুন: টিকা ছাড়া স্কুলে যেতে পারবে না ১২ বছরের ওপরের শিক্ষার্থীরা