শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা জাতীয়

মাহবুব তালুকদার এজেন্ডা বাস্তবায়নে মিথ্যা কথা বলেন: সিইসি



নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :৬ জানুয়ারি, ২০২২ ২:৩১ : অপরাহ্ণ

পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নিয়ে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের পর্যবেক্ষণ প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, ‘মাহবুব তালুকদার তার নিজস্ব এজেন্ডা বাস্তবায়নে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা কথা বলেন। উনি তো এরকম বলেন সব সময়। একেকটা সময় একেকটা শব্দ চয়ন করেন, মিডিয়ায় প্রচার করার জন্য। আর মিডিয়া সেটা নিয়ে নেমে পড়ে।’

আজ বৃহস্পতিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক কর্মশালা শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এর আগে বুধবার পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) পর্যবেক্ষণ শেষে মাহবুব তালুকদার বলেছিলেন, ‘ভোটযুদ্ধে যুদ্ধ আছে, ভোট নেই।’

এ ছাড়া তিনি নিজেদের দায় স্বীকারমূলক মন্তব্যও করেন।

আরও পড়ুন: নির্বাচন ও সন্ত্রাস একসঙ্গে চলতে পারে না: মাহবুব তালুকদার

এ প্রসঙ্গে সিইসি বলেন, ‘এই কথাগুলো অপ্রাসঙ্গিক কথা। অপপ্রচারমূলক কথা। নির্বাচন কমিশনকে অপবাদ দেওয়া কথা। ভোটযুদ্ধ আছে ভোট নেই-তাহলে ৭৫ শতাংশ ভোটার কোত্থেকে আসে? টেলিভিশনে দেখিয়েছেন সারিবদ্ধভাবে নারী-পুরুষ দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ভোট দেন। তাহলে এরা কারা? এরা কি ভোটার নন? সুতরাং ওনার কথার কোনো সঙ্গতি নেই।’

নির্বাচনে সহিংসতার দায় অস্বীকার করে নূরুল হুদা বলেন, ‘নির্বাচনী সহিংসতা ও মৃত্যুর দায় নির্বাচন কমিশনের নয়। দায় প্রার্থী ও তাদের সমর্থকদের। সহিংস ঘটনাগুলো ঘটেছে কেন্দ্রের বাইরে। আমরা তাদের বারবার বলি সহনশীল হতে। আমরা প্রত্যেকটি হত্যাকাণ্ডের জন্য মর্মাহত। এগুলো অপ্রত্যাশিত। আমরা এগুলো চাই না। প্রার্থীদের আমরা বারবার অনুরোধ করি-নির্বাচন হবে প্রতিযোগিতামূলক, প্রতিহিংসা পরায়ণ নয়। রক্তপাত নয়।’

প্রসঙ্গত, এই কমিশনের শুরু থেকেই বিভিন্ন কর্মকাণ্ডে জাতীয় নির্বাচনের আগেও সিইসি ও ইসি মাহবুবের দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছিল।

নূরুল হুদা নেতৃত্বাধীন এই কমিশনের মেয়াদ শেষ হবে ১৫ ফেব্রুয়ারি।

মেয়াদ শেষ হওয়ার মাত্র এক মাস আগেই তাদের বিরোধ আবারও প্রকাশ্যে।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর