বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪ | ৬ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা বিএনপি

দেশে গণতন্ত্র হত্যার প্রধান নায়ক খায়রুল হক, একদিন বিচার হবে: ফখরুল



নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :৫ জানুয়ারি, ২০২২ ৪:৩৭ : অপরাহ্ণ

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে দেশে ‘গণতন্ত্র হত্যার প্রধান নায়ক’ আখ্যায়িত করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের আগে আওয়ামী লীগ যখন দেখে জনগণ তাদের ভোট দেবে না, তখন তারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা বাতিল করে দলীয় সরকারের অধীনে নির্বাচন করার উদ্যোগ নেয়। ’

এর নায়ক ছিলেন কে?-এমন প্রশ্ন রেখে বিএনপি মহাসচিব বলেন, ‘তার নায়ক ছিলেন বিচারপতি খায়রুল হক।’

এসময় তিনি হুঁশিয়ার করে বলেন, ‘যদি ভবিষ্যতে কোনো দিন সত্যিকার অর্থে জনগণের সরকার ও গণতন্ত্রের সরকার আসে তাহলে বিচারপতি খায়রুল হকেরও বিচার হবে। গণতন্ত্রকে হত্যা ও দেশের সংবিধানকে ধ্বংস করার জন্য এ বিচার হবে।’

আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।

‘৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মির্জা ফখরুল বলেন, ‘আজকে দেশনেত্রী অত্যন্ত জটিল রোগে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে, তখন চিকিৎসকরা তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য যাওয়ার জন্য বলছেন, তখন বিদেশে যাওয়ার জন্য কোনো ব্যবস্থাই তারা করছে না। উপরন্তু তারা আইনের কথা বলে তাকে বাধা দেওয়ার চেষ্টা করছেন। কোনো আইন মানুষের চেয়ে বড় নয়। আজকে এদেশের গণতন্ত্রের প্রতি, এদেশের উন্নয়নের জন্য তার যে অবদান, তা স্বীকার করে তাকে এই মুহুর্তে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো দরকার।’

আরও পড়ুন: নির্বাচন ও সন্ত্রাস একসঙ্গে চলতে পারে না: মাহবুব তালুকদার

রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার দাবি জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘তারা (সরকার) জেনে শুনেই পূর্বপরিকল্পিতভাবে একটা হত্যার ষড়যন্ত্র করছে। তারা দেশনেত্রীকে হত্যা করতে চায়। আমরা পরিষ্কার করে বলে দিতে চাই, বেগম খালেদা জিয়ার চিকিৎসার অভাবে যদি কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে তাদের প্রত্যেককেই হত্যার আসামি করে বিচার করা হবে।’

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে এবং দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু ও উত্তরের সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় মানববন্ধনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল প্রমুখ বক্তব্য রাখেন।

আরও পড়ুন: রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ মানে চা চক্র, বঙ্গভবনে যাবো না: অলি

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর