রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪ | ১৫ বৈশাখ, ১৪৩১ | ১৮ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা নির্বাচন

সহিংসতার শঙ্কা নিয়ে ৭০৮টি ইউপিতে ভোট চলছে


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :৫ জানুয়ারি, ২০২২ ৯:২১ : পূর্বাহ্ণ
Rajnitisangbad Facebook Page

সহিংসতার শঙ্কা নিয়ে পঞ্চম ধাপে ৭০৮টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ চলছে।

আজ বুধবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়; একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

৭০৮ ইউপির মধ্যে ৪০টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া হচ্ছে।

এ ধাপের ভোট ঘিরে বিভিন্ন স্থানে সংঘাতের কারণে উত্তপ্ত রয়েছে ভোটের মাঠ।

বরাবরের মতো আচরণবিধি লঙ্ঘনের বিপুলসংখ্যক অভিযোগ এসেছে।

প্রচারণায় সংসদ সদস্যরা অংশ নিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে।

বিভিন্ন ইউনিয়নে প্রচারণায় ক্ষমতাসীন দলের প্রার্থীদের হুমকিধমকিতে সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

ফলে ভোট নিয়ে টানটান উত্তেজনা বিরাজ করছে সব নির্বাচনী এলাকায়।

অনেক স্থানের সাধারণ ভোটারেরা ভোটকেন্দ্রে যেতে ভয় পাচ্ছেন বলে অভিযোগ রয়েছে।

উত্তেজনা, সংঘর্ষ ও সহিংসতার শঙ্কায় ২৬ জেলার ৪৪ উপজেলায় অতিরিক্ত বিজিবি মোতায়েন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

এ ছাড়া ৪৮ জেলার ৯৬ উপজেলার প্রতিটিতেই রয়েছে বিজিবি, র‍্যাব ও পুলিশ। কোথাও কোথাও কোস্টগার্ডের সদস্যেরাও রয়েছেন।

এ ধাপে ভোটের আগেই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ১৯৩ জন জনপ্রতিনিধি।

এর মধ্যে চেয়ারম্যান ৪৮ জন, সংরক্ষিত সদস্য ৩৩ জন এবং সাধারণ সদস্য ১১২ জন।

মোট প্রার্থীর সংখ্যা ৩৬ হাজার ৪৫৭ জন।

এর মধ্যে চেয়ারম্যান তিন হাজার ২৭৪ জন, সংরক্ষিত সদস্য সাত হাজার ৯৫০ জন এবং সাধারণ সদস্য ৩৯ হাজার ৩৯১ জন।

এ ধাপে মোট ভোটার সংখ্যা এক কোটি ৪২ লাখ ২০ হাজার ১৯৫ জন।

এর মধ্যে নারী ভোটার ৬৮ লাখ ৩৬ হাজার ৩১ জন ও পুরুষ ভোটার ৭০ লাখ ৬০ হাজার ১৪০ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২১ জন।

ভোটকেন্দ্র সাত হাজার ১৩৭টি এবং ভোটকক্ষ ৩৯ হাজার ৩৯১টি।

এ পর্যন্ত তিন হাজার ৭৪৪ ইউনিয়ন পরিষদ নির্বাচনে এক হাজার ৫৫৫ জন জনপ্রতিনিধি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

তার মধ্যে প্রথম ধাপে ১৪১, দ্বিতীয় ধাপে ৩৫৭, তৃতীয় ধাপে ৫৬৯, চতুর্থ ধাপে ২৯৫ ও পঞ্চম ধাপে ১৯৩ জন।

সব মিলিয়ে ইউপি ভোট নিয়ে কঠোর সমালোচনার মুখে রয়েছে ইসি।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর