বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪ | ৬ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা রাজধানী

তুরাগে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে ৩ জনের মৃত্যু



নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :৪ জানুয়ারি, ২০২২ ১১:০১ : পূর্বাহ্ণ

রাজধানীর তুরাগে একটি বসতবাড়িতে আগুন লেগে ঘুমন্ত অবস্থায় একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।

আজ মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে তুরাগের চণ্ডালভোগ এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মৃতরা হলেন-মো. জাহাঙ্গীর (১৯), রুমা আক্তার (১৭) ও আফরিন (১৪)।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, প্রথমে বিদ্যুতের খুঁটি থেকে আগুনের সূত্রপাত হয়।

এরপর সেই আগুন পাশের টিনশেড ঘরে গিয়ে ছড়িয়ে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় একই পরিবারের তিনজন অগ্নিদগ্ধ হন।

খবর পেয়ে উত্তরা ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ভোর ৫টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আরও পড়ুন: পূর্বাচলে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় যাবেন যেভাবে

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর