শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪ | ১৩ বৈশাখ, ১৪৩১ | ১৬ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা বিএনপি

‘গণতন্ত্র হত্যা’ দিবসে বিএনপির কর্মসূচি ঘোষণা


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :৪ জানুয়ারি, ২০২২ ৩:৫১ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

২০১৪ সালে ৫ জানুয়ারি অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনের দিনকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করবে বিএনপি। এ উপলক্ষে কর্মসূচি দিয়েছে দলটি।

আগামীকাল বুধবার রাজধানীসহ সারাদেশে মানববন্ধন কর্মসূচি পালন করবে দলটি।

ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১০টায় মহানগর বিএনপির উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রুহুল কবির রিজভী বলেন, ‘আগামীকাল ৫ জানুয়ারী বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে এক অন্ধকারাচ্ছন্ন দিন। আট বছর আগে ২০১৪ সালের এই দিনে সারাদেশে ভোটার ও বিরোধী দলের প্রার্থীবিহীন বিতর্কিত, প্রতারণামূলক ও হাস্যকর পাতানো নির্বাচন অনুষ্ঠিত হয়। দেশ-বিদেশে প্রত্যাখ্যাত, জনধিকৃত একদলীয় নির্বাচন করতে গিয়ে আওয়ামী লীগ আবারও সারা দুনিয়ায় নিজেদেরকে হেয় প্রতিপন্ন করে।’

আরও পড়ুন: আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল, ফুঁসলেন মির্জা ফখরুল

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘সারাদেশে নির্বাচন কেন্দ্রগুলো ছিল একদম ফাঁকা। অধিকাংশ ভোটকেন্দ্রে ছিল ভোটারশূণ্য এবং কেন্দ্রগুলোতে ভোটারের বদলে চতুষ্পদ প্রাণীর বিচরণ দেখেছে বিশ্ববাসী।’

রুহুল কবির রিজভী বলেন, ‘দেশের ইতিহাসে দেখা যায়, আওয়ামী লীগ কখনোই সুষ্ঠু নির্বাচনে বিশ্বাস করে না। গণতন্ত্র হরণ আওয়ামী লীগের ডিএনএতে মিশে আছে। অংশগ্রহণমূলক নির্বাচনী সংস্কৃতি আওয়ামী লীগ কখনোই পাত্তা দেয় না। আওয়ামী লীগ মানুষের ভোটাধিকার হরণ করতে পরিকল্পিতভাবে ২০১১ সালে সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে দিয়েছিলো।’

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর