বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪ | ৬ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা খেলা

ইবাদত ঝড়ে দিশেহারা নিউজিল্যান্ড, জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ



নিজস্ব ক্রীড়া প্রতিবেদক প্রকাশের সময় :৪ জানুয়ারি, ২০২২ ১১:৫৫ : পূর্বাহ্ণ

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন থেকেই স্বপ্ন উঁকি দিচ্ছিলো।

চতুর্থ দিন শেষে যে স্বপ্ন আর বাস্তবতার মধ্যে দূরত্ব অনেকটাই কমিয়ে আনলো বাংলাদেশ দল।

ইবাদত হোসেনের আগুনঝরা বোলিংয়ে কিউইদের মাটিতে টেস্ট জয়ের স্বপ্ন নিয়ে দিন শেষ করলো মুমিনুলরা।

আজ মঙ্গলবার নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে প্রথম টেস্টের চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ১৪৭।

স্বাগতিকদের লিড মাত্র ১৭ রানের।

প্রথম ইনিংসে কিউইদের ৩২৮ রানের বিপরীতে বাংলাদেশ করেছিল ৪৫৮ রান।

পঞ্চম দিনের শুরুতে টেলএন্ডারদের দ্রুত অলআউট করে দিয়ে বাকি রানগুলো নিতে পারলেই বিদেশের মাটিতে ঐতিহাসিক জয় পাবে বাংলাদেশ।

নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসের শুরুতেই উদ্বোধনী জুটি ভেঙে দিয়ে বাংলাদেশকে আশার ঝলক দেন তাসকিন আহমেদ।

এরপর দ্বিতীয় উইকেট জুটিতে ৩৪ করে ইবাদতের দুর্দান্ত ডেলিভারিতে ডেভন কনওয়ে ফিরে গেলে টাইগার ভক্তদের আশা আরও বেড়ে যায়।

আগের ইনিংসের এ সেঞ্চুরিয়ানকে নিয়ে দুশ্চিন্তা ছিল বাংলাদেশ শিবিরে।

ভয়ংকর সেই ব্যাটসম্যানকে সাজঘরে ফেরানোর পর উইল ইয়ং-রস টেইলর অপ্রতিরোধ্য জুটি গড়ে বাংলাদেশকে হতাশ করেন।

তৃতীয় উইকেটে তাদের ৭৩ রানের অনবদ্য জুটিতে বাংলাদেশের ফিল্ডারদেরও অনেক অবদান রয়েছে!

মেহেদী হাসান মিরাজের বলে দুটি ক্যাচ মিস করেন বাংলাদেশের ফিল্ডাররা। এরপর সহজ একটি রানআউটও হাতছাড়া হয় টাইগারদের।

তবে নিউজিল্যান্ডের দলীয় ১৩৬ রানের সময় ৫৪তম ওভারে এক বলের ব্যবধানে ইয়ং ও নিকোলাসের মতো দুরন্ত ফর্মে থাকা দুই ব্যাটসম্যানকে ফিরিয়ে দেন ইবাদত।

এরপর ৫৫তম ওভারে বল করতে এসে ব্ল্যান্ডেনকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন তরুণ এ পেসার।

ইবাদত ১৭ ওভার বোলিং করে ৪ মেডেনসহ ৩৯ রান দিয়ে শিকার করেছে ৪টি গুরুত্বপূর্ণ উইকেট।

তার অনবদ্য স্পেলে এখন পরাজয়ের প্রহর গুনছে স্বাগতিকরা।

এর আগে যতটা আশা করা হয়েছিল ততটা বড় লিড নিতে পারেনি বাংলাদেশ।

দিনের শুরুতে ৪৫৮ রানে থেমেছে বাংলাদেশের প্রথম ইনিংস।

নিউজিল্যান্ডের ইনিংস টপকে বাংলাদেশ লিড নিতে পেরেছে ১৩০ রানের।

৬ উইকেটে ৪০১ রান নিয়ে দিন আজ চতুর্থ দিন শুরু করে বাংলাদেশ।

ইবাদত ঝড়ে দিশেহারা নিউজিল্যান্ড, জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ

ব্যাটিংয়ের শুরুতে কয়েক দফায় জীবন পেয়েছিলেন মিরাজ। নতুন বলও ভালোভাবে সামলান মিরাজ-ইয়াসির।

কিন্তু বেশিদূর যেতে পারলেন না। শেষ পর্যন্ত এই জুটি ভাঙেন সাউদি।

তার অফ স্টাম্পের বেশ বাইরের বল মোকাবিলা করে কিপারের হাতে ক্যাচ তুলে দেন মিরাজ। ৮৮ বলে ৪৭ রান করে ফেরেন মিরাজ।

১৬০ বলে ভাঙে ৭৫ রানের জুটি।

এরপরই একে একে ফিরতে থাকেন বাকিরা।

শেষ পর্যন্ত ৪৫৮ রানে থেমে যায় বাংলাদেশ।

নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ চারটি উইকেট নেন ট্রেন্ট বোল্ট। নেইল ওয়েগনার নেন তিনটি উইকেট।

এছাড়া টিম সাউদি দুটি এবং কাইল জেমিসন একটি উইকেট পেয়েছেন।

সংক্ষিপ্ত স্কোর (প্রথম ইনিংস)

নিউজিল্যান্ড: ৩২৮/১০ (১০৮.১ ওভার)
কনওয়ে ১২২, নিকোলস ৭৫, ইয়ং ৫২, টেলর ৩১, ল্যাথাম ১;
শরিফুল ২৬-৭-৬৯-৩, মিরাজ ৩২-৯-৮৬-৩, মুমিনুল ৪.১-০-৬-২।

বাংলাদেশ: ৪৫৮/১০ (১৭৬.২ ওভার)
মুমিনুল ৮৮, লিটন ৮৬, জয় ৭৮, শান্ত ৬৪, মিরাজ ৪৭, ইয়াসির ২৬, সাদমান ২২, মুশফিক ১২;
বোল্ট ৩৫.২-১১-৮৫-৪, ওয়াগনার ৪০-৯-১০১-৩, সাউদি ৩৮-৪-১১৪-২।

নিউজিল্যান্ড: ১৪৭/৫ (৬৩ ওভার)
ইয়ং ৬৯, টেলর ৩৭* ল্যাথাম ১৪, কনওয়ে ১৩;
এবাদত ১৭-৪-৩৯-৪, তাসকিন ৯-১-২২-১।

নিউজিল্যান্ডের লিড ১৭ রান।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর