নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :২ জানুয়ারি, ২০২২ ১২:৩২ : অপরাহ্ণ
দুর্নীতিকে ক্যান্সার উল্লেখ করে নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, ‘আঙ্গুলে ক্যান্সার হলে যেমন কেটে ফেলতে হয়, দুর্নীতিও তেমনি। তাই বিচার বিভাগে দুর্নীতিকে কখনও প্রশ্রয় দেবো না। এ বিষয়ে কোনো আপোষ করা হবে না। কোনো কর্মকর্তা-কর্মচারীর দুর্নীতির খবর পেলে সঙ্গে সঙ্গে অ্যাকশন নেওয়া হবে।’
আজ রোববার সুপ্রীম কোর্ট আপিল বিভাগের এজলাশ কক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
রেওয়াজ অনুসারে প্রধান বিচারপতিকে সংবর্ধনা দেন অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের পক্ষে অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন এবং সু্প্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষে সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
এ সময় আপিল বিভাগে সু্প্রিম কোর্ট আইনজীবী সমিতির কয়েকশ’ আইনজীবী উপস্থিত ছিলেন।
সংবর্ধনা শেষে বক্তব্য রাখেন দেশের ২৩তম প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
আরও পড়ুন: মৃত বঙ্গবন্ধু জীবিত বঙ্গবন্ধুর চেয়ে অনেক শক্তিশালী: প্রধান বিচারপতি
প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগের সমস্যা চিহ্নিত করে তা দুর করতে পদক্ষেপ নেবো। তাই রাষ্ট্রের সব বিভাগকে বিচার বিভাগকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
মামলার জট কমানো, বিচার বিভাগ থেকে দুর্নীতি দূর করা, বার ও বেঞ্চের মধ্যে সমন্বয়ের সঙ্গে কাজ করার কথাও বলেন প্রধান বিচারপতি।
গত ৩০ ডিসেম্বর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদ প্রদত্ত ক্ষমতাবলে প্রধান বিচারপতি পদে হাসান ফয়েজ সিদ্দিকীকে নিয়োগ দেন। পরদিন বঙ্গভবনে তাকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি।
এর আগে ৩০ ডিসেম্বর দেশের ২২তম প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন অবসরে যান।