নিজস্ব প্রতিবেদন প্রকাশের সময় :৩১ ডিসেম্বর, ২০২১ ৫:২৩ : অপরাহ্ণ
দেশে নতুন করে আরও তিনজনের করোনাভাইরাসের দক্ষিণ আফ্রিকান ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হয়েছে।
এ নিয়ে দেশে এখন পর্যন্ত ১০ জনের ওমিক্রন শনাক্তের তথ্য পাওয়া গেছে।
আজ শুক্রবার জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জায় (জিআইএসএআইডি) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
জিনোম সিকোয়েন্সের তথ্যানুযায়ী, ওমিক্রন শনাক্ত হওয়া তিনজনের মধ্যে দুই জন নারী এবং একজন পুরুষ। নারী দুজনের বয়স ৪৯ এবং ৬৫, পুরুষ ব্যক্তির বয়স ৬৫।
তারা সবাই ঢাকায় অবস্থান করছেন। তাদের নমুনা গত ২৭ ডিসেম্বর সংগ্রহ করা হয়।
আরও পড়ুন: বাজারে এসেছে করোনা চিকিৎসার ট্যাবলেট ‘বেক্সোভিড’, দাম পড়বে যত
এর আগে ২৮ ডিসেম্বর সন্ধ্যায় একজন এবং রাতে তিনজনের দেহে ওমিক্রন শনাক্ত হয়।
আগের দিন ২৭ ডিসেম্বর রাতে আরও একজনের নমুনায় করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার তথ্য জানায় জিআইএসএআইডি।
উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকা থেকে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া এ ভ্যারিয়েন্টটি বাংলাদেশে শনাক্ত হওয়ার কথা জানায় সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।
সংস্থাটি জানায়, ওমিক্রন শনাক্ত হওয়া দুজনই বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের সদস্য। তাদের নমুনা সংগ্রহ করা হয়েছিল গত ৬ ডিসেম্বর।