নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :৩১ ডিসেম্বর, ২০২১ ২:০১ : অপরাহ্ণ
স্বপ্নের পদ্মা সেতুতে হেঁটেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছুটির দিন অনির্ধারিতভাবেই সেতু পরিদর্শনে যান তিনি।
ব্যক্তিগত এই ভ্রমণে তার সাথে ছিলেন ছোট বোন শেখ রেহানা।
আজ শুক্রবার সকালে সড়কপথে গণভবন থেকে সড়কপথে শ্রীনগর উপজেলার দোগাছী পদ্মা সেতু সার্ভিস এরিয়া-১-এ পৌঁছান তিনি।
প্রধানমন্ত্রী গাড়ি নিয়ে মাওয়া প্রান্ত দিয়ে সকাল ৭টা ৪৫ মিনিটে সেতুতে ওঠেন।
গাড়ি থেকে নেমে প্রধানমন্ত্রী শেখ রেহানাকে নিয়ে সেতুর ৭ নম্বর পিলার থেকে ১৮ নম্বর পিলার পর্যন্ত প্রায় দুই কিলোমিটার পথ হাঁটেন।
সাড়ে ৮টার দিকে সেতুর জাজিরা প্রান্ত দিয়ে নামেন।
জাজিরা প্রান্তে সেতুর সার্ভিস এরিয়া ২-এ বোনকে নিয়ে সকালের নাস্তা করেন শেখ হাসিনা।
সকাল ৯টা ৫৭ মিনিটে তারা সেতু এলাকা পরিদর্শন শেষে রাজধানীর উদ্দেশে রওনা হন।
প্রধানমন্ত্রীর সঙ্গে আরও ছিলেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কানী নাহিদ রসুল ও পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের।
পদ্মা সেতুর কাজ দেখে প্রধানমন্ত্রী ব্যাপক আনন্দিত ছিলেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আবদুল কাদের।
আরও পড়ুন: বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয় দিয়ে যুক্তরাষ্ট্র আবার আইনের শাসনের সবক দেয়: প্রধানমন্ত্রী
চলতি বছরের ২৪ জানুয়ারি গোপালগঞ্জের টুঙ্গীপাড়া থেকে ঢাকায় ফেরার সময় আকাশ পথে পদ্মা সেতু দেখেছিলেন প্রধানমন্ত্রী।
তখন হেলিকপ্টার থেকে বঙ্গবন্ধু কন্যার সেতু দর্শনের ভিডিও ধারণ হয়েছিল মোবাইল ক্যামেরায়।
প্রসঙ্গত, ছয় দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের দ্বিতল পদ্মা সেতুতে নিচ দিয়ে রেলপথ ও ওপর দিয়ে সড়কপথ থাকবে।
মূল সেতু নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড (এমবিইসি) এবং নদী শাসনের কাজ করছে দেশটির আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন।
সেতুর কাজ প্রায় ৯৫ শতাংশ সম্পন্ন হয়েছে।
আগামী বছরের ৩০ জুন যান চলাচলের জন্য উদ্বোধনের কথা রয়েছে।
আরও পড়ুন: বাজারে এসেছে করোনা চিকিৎসার ট্যাবলেট ‘বেক্সোভিড’, দাম পড়বে যত