প্রতিনিধি, রাঙ্গামাটি প্রকাশের সময় :২৯ ডিসেম্বর, ২০২১ ৩:০৪ : অপরাহ্ণ
রাঙামাটির দুর্গম বাঘাইছড়ি উপজেলায় আঞ্চলিক দুই দলের গোলাগুলিতে দুজন নিহত হয়েছে।
এ সময় একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আজ বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার রূপকারী ইউনিয়নের দুই কিলো নামক স্থানে পাহাড়িদের রাজনৈতিক আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (গণতান্ত্রিক) ও সন্তু লারমা নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস ) মধ্যে এ গোলাগুলির ঘটনা ঘটে।
নিহতরা হলেন-জেএসএস সন্তু লারমা দলের কমান্ডার তুজিম চাকমা (৩৫) ও ইউপিডিএফ গণতান্ত্রিক দলের বাঘাইছড়ির পরিচালক জানং চাকমা (৩০)।
এ ছাড়া মনির হোসেন (২৫) নামে আরও একজন পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। আহত মনিরকে বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
ঘটনার পর থেকে বাঘাইছড়ি সঙ্গে খাগড়াছড়ির সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।
বন্দুকযুদ্ধের পর এলাকা থেকে একটি একে-৪৭ রাইফেল উদ্ধার করা হয়েছে।
এই ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
বাঘাইছড়ি থানার ওসি আনোয়ার হোসেন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পর পর মারিশ্যা জোনের বিজিবি ও পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। দুপুর পর্যন্ত থেমে থেমে গুলির শব্দ পাওয়া গেছে।
ইউপিডিএফ গণতান্ত্রিক দলের প্রধান শ্যামল চাকমা জানান, আমাদের দলের বাঘাইছড়ি উপজেলা সমন্বয়ক জেনন চাকমা দোকানে বসেছিলেন। এমন সময় সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস দলের কিছু সন্ত্রাসী এসে তাকে গুলি করে হত্যা করে।
আরও পড়ুন: পরিচয় জানা গেলো সেই আইসক্রিমওয়ালার, যার ভক্ত দেড় মিলিয়ন (ভিডিও)