নিজস্ব ক্রীড়া প্রতিবেদক প্রকাশের সময় :২৮ ডিসেম্বর, ২০২১ ৬:০৫ : অপরাহ্ণ
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের গ্রুপ পর্বের শ্রীলঙ্কা ও বাংলাদেশের ম্যাচটি ঠিকভাবেই চলছিল।
তবে মাঝপথেই ম্যাচটি বাতিল করতে হয়েছে।
একজন আম্পায়ার করোনায় আক্রান্ত হওয়ায় ম্যাচটি বাতিল ঘোষণা করেছেন আয়োজকরা।
এশিয়া ক্রিকেট কাউন্সিল (এসিসি) এক টুইটবার্তায় এ তথ্য নিশ্চিত করেছে।
এসিসি’র টুইটে বলা হয়, ম্যাচ পরিচালনাকারী একজন আম্পায়ার কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। তবে তিনি এখন সুস্থ আছেন। টুর্নামেন্টের প্রটোকল অনুযায়ী তার চিকিৎসা দেয়া হচ্ছে।
টুইটে আরও বলা হয়, এই ম্যাচ সংশ্লিষ্ট সবার করোনা পরীক্ষা করা হবে। রিপোর্ট আসা পর্যন্ত সবাইকে আইসোলেশনে রাখা হচ্ছে। যথাসময়ে সেমিফাইনাল নিয়ে তথ্য জানানো হবে।
শারজাহ থেকে বাংলাদেশ যুব দলের ম্যানেজার আবু কাওসার জানিয়েছেন, দলের সবাই নিরাপদ ও সুস্থ আছেন।
এর আগে আজ মঙ্গলবার শুরু হওয়া ম্যাচটিতে ৪ উইকেটে ১৩০ রান করে টাইগার যুবারা।
মাঠে গড়ানো ম্যাচটি বাতিল হওয়ায় বাংলাদেশ-শ্রীলঙ্কা সমান দুই করে পেয়ে গ্রুপ পর্বে দুই দলই ৪ পয়েন্ট করে অর্জন করেছে।
তবে নেট রান রেটে এগিয়ে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমি-ফাইনালে পা রাখলো বাংলাদেশের যুবারা।
আর সমান পয়েন্ট নিয়ে রানরেটে পিছিয়ে গ্রুপ রানার্সআপ হয় শ্রীলঙ্কা। তারাও নাম লিখিয়েছে ফাইনালে।
সেমিতে প্রতিপক্ষ হিসেবে ভারত অনূর্ধ্ব-১৯ দলকে পেয়েছে বাংলাদেশ। আর পাকিস্তানকে পেয়েছে লঙ্কান যুবারা।
আরও পড়ুন: বিপিএলে একই দলে মাশরাফি, রিয়াদ, তামিম