নিজস্ব ক্রীড়া প্রতিবেদক প্রকাশের সময় :২৭ ডিসেম্বর, ২০২১ ১:২১ : অপরাহ্ণ
রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের প্লেয়ার্স ড্রাফট শুরু হয়েছে।
প্লেয়ার্স ড্রাফটে প্রতিটি দলই তাদের পছন্দ অনুযায়ী দল গঠন করছে।
ড্রাফটের তৃতীয় ও চতুর্থ রাউন্ডে দল পেয়েছেন বাংলাদেশের আরও ১২ জন ক্রিকেটার।
এদের মধ্যে আছেন বিপিএলের সফলতম অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও। তাকে দলে নিয়েছে ঢাকা। একই দলে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও তামিম ইকবালও।
দীর্ঘদিন ধরে প্রতিন্দন্দ্বিতামূলক ক্রিকেট থেকে দূরে আছেন মাশরাফি বিন মর্তুজা। বিপিএল দিয়ে আবারও মাঠে ফিরবেন তিনি।
দেশের সেরা তিন পারফর্মারকে দলে ভিড়িয়ে বেশ শক্তিশালী দল গড়ার আভাস দিচ্ছে ঢাকা। দেখা যাক, শেষ পর্যন্ত কি রকম দল তৈরি করে ঢাকা।
আগামী ২১ জানুয়ারি পর্দা উঠবে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর নয়া আসরের।
একনজরে দেখে নেওয়া যাক তৃতীয় ও চতুর্থ রাউন্ড শেষে কে কোন দলে
খুলনা টাইগার্স -কামরুল ইসলাম রাব্বি (ক্যাটাগরি ‘সি’), ইয়াসির আলী চৌধুরী রাব্বি (ক্যাটাগরি ‘সি’)
সিলেট সানরাইজার্স-আল-আমিন হোসেন (ক্যাটাগরি ‘সি’), নাজমুল ইসলাম অপু (ক্যাটাগরি ‘সি’)
ফরচুন বরিশাল-মেহেদী হাসান রানা (ক্যাটাগরি ‘ডি’), ফজলে মাহমুদ রাব্বি (ক্যাটাগরি ‘সি’)
কুমিল্লা ভিক্টোরিয়ান্স-ইমরুল কায়েস (ক্যাটাগরি ‘বি’), তানভীর ইসলাম (ক্যাটাগরি ‘সি’)
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-শামীম হোসেন পাটোয়ারি (ক্যাটাগরি ‘সি’), মুকিদুল ইসলাম মুগ্ধ (ক্যাটাগরি ‘ডি’)
ঢাকা-মাশরাফি বিন মুর্তজা (ক্যাটাগরি ‘এ’), শুভাগত হোম চৌধুরী (ক্যাটাগরি ‘সি’)
একনজরে বিপিএল প্লেয়ার্স ড্রাফটের আদ্যোপান্ত
মোট দেশি খেলোয়াড়: ২০৩ জন
মোট বিদেশি খেলোয়াড়: ৪৩৫ জন
অংশগ্রহণকারী দল: ৬টি
ড্রাফটের আগে ডিরেক্ট সাইনিংয়ের সুযোগ (দেশি): ১ জন
ড্রাফটের আগে ডিরেক্ট সাইনিংয়ের সুযোগ (বিদেশি): ৩ জন
স্কোয়াডে সর্বনিম্ন দেশি খেলোয়াড়: ১০ জন
স্কোয়াডে সর্বোচ্চ দেশি খেলোয়াড়: ১৪ জন
স্কোয়াডে সর্বনিম্ন বিদেশি খেলোয়াড়: ৩ জন
স্কোয়াডে সর্বোচ্চ বিদেশি খেলোয়াড়: ৮ জন
একাদশে সর্বনিম্ন বিদেশি খেলোয়াড়: ৩ জন
বিপিএল শুরু: ২১ জানুয়ারি
বিপিএল ফাইনাল: ১৮ ফেব্রুয়ারি
আরও পড়ুন: তারুণ্যকে প্রাধান্য দিয়ে দল সাজিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স