শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা দেশজুড়ে

ভোটকেন্দ্রে ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানীর ওপর হামলা



প্রতিনিধি, মাদারীপুর প্রকাশের সময় :২৬ ডিসেম্বর, ২০২১ ৫:১৭ : অপরাহ্ণ

মাদারীপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে একটি ভোটকেন্দ্রে গিয়ে প্রতিপক্ষের হামলার শিকার হয়েছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে দুর্বৃত্তরা। এতে তার হাতের আঙ্গুল জখম হয়েছে।

আজ রোববার বেলা ৩টার দিকে মাদারীপুর রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের গাংকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

আহত অবস্থায় গোলাম রাব্বানীকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ইউপি নির্বাচনে ইশিবপুর ইউনিয়নে গোলাম রাব্বানীর মামা সালাহ উদ্দিন আহমেদ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনে মামার পক্ষে বেশ কিছু দিন ধরেই তিনি প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

আজ ভোট চলাকালে ৭ নম্বর ওর্য়াডের গাংকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গোলাম রাব্বানী প্রবেশ করলে সেখানে প্রতিপক্ষ মোশারফ মোল্লার ছেলেসহ কয়েকজন দৃর্বৃত্ত তার ওপর চড়াও হয়।

হামলার একপর্যায়ে তারা গোলাম রাব্বানীকে কুপিয়ে আহত করে। এতে তার ডান হাতের দুটি আঙ্গুল কেটে যায়।

পরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বিক্ষুদ্ধ ঘটনায় উভয় পক্ষের আরও ৫ জন আহত হয়।

পরে স্থানীয়রা গোলাম রাব্বানীসহ আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

আরও পড়ুন: ভোট শুরুর ২ ঘণ্টা আগে মারা গেলেন মেম্বার প্রার্থী

এ ব্যাপারে গোলাম রাব্বানী সাংবাদিকদের বলেন, ‘নির্বাচনে মোশারফ মোল্লার লোকজন প্রকাশ্যে ভোট নেয়ার চেষ্টা করেছিল। পরে আমিসহ কিছু লোক সেখানে গিয়ে বিষয়টি জানার চেষ্টা করলে আমাকে ধারালো অস্ত্র দিয়ে কোপ দিলে ঠেকাতে গিয়ে হাত কেটে যায়। পরে তাদের হামলায় আমাদের লোকজন আহত হয়। এ ঘটনার বিচার হওয়া উচিত। বিষয়টি নিয়ে আমি থানায় অভিযোগ করবো।’

ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, ‘কেন্দ্রের ভেতরে তেমন কিছু হয়নি। কেন্দ্রের বাহিরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে বলে শুনেছি। ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। কোনো জাল ভোট বা ভোট কারচুপির ঘটনা ঘটেনি। বাহিরে কিছু হলে সেটা তো আমার দেখার বিষয় না।’

রাজৈর থানার ওসি শেখ মো. সাদিক বলেন, ‘নির্বাচনে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটতেই পারে। আমি এখনও রাব্বানীর ওপর হামলার কথা শুনেনি। তবে টুকটাক ঘটনা তো ঘটেছেই। থানায় অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে।’

আরও পড়ুন: সালমান খানের হাতে ছোবল মারলো সাপ, নেয়া হলো হাসপাতালে

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর