শুক্রবার, ৩ মে, ২০২৪ | ২০ বৈশাখ, ১৪৩১ | ২৩ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা আইন-আদালত

শিক্ষা কর্মকর্তাকে চড়: দেওয়ানগঞ্জের বহিষ্কৃত পৌর মেয়র কারাগারে


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :২৪ ডিসেম্বর, ২০২১ ৫:১৯ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বিজয় দিবসের অনুষ্ঠানে শিক্ষা কর্মকর্তাকে চড় মারা পৌরসভার বহিষ্কৃত মেয়র মো. শাহনেওয়াজ শাহানশাহকে কারাগারে পাঠানো হয়েছে।

আজ শুক্রবার দুপুরে ঢাকার মূখ্য মহানগর হাকিম মোহাম্মদ জসীম এই আদেশ দেন।

এর আগে শাহানশাহকে আদালতে হাজির করে পুলিশ।

তার বিরুদ্ধে দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা উত্তরা পূর্ব থানার পুলিশ পরিদর্শক মুজাহিদুল ইসলাম।

অন্যদিকে শাহানশাহের আইনজীবী জামিনের আবেদন করেন। এ সময় রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়।

উভয় পক্ষের শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আরও পড়ুন: ব্যবসায়ীর বাড়িতে আলমারিতে মিললো ১৫০ কোটি টাকা

এর আগে বৃহস্পতিবার রাজধানীর উত্তরার ৬ নম্বর সেক্টরের হোটেল ডি মেরিডিয়ান থেকে শাহনেওয়াজ শাহানশাহকে গ্রেপ্তার করে র‌্যাব।

এ সময় তার কাছ থেকে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইন এবং সাড়ে ৩ লাখ টাকা জব্দ করে র‌্যাব।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে র‌্যাব।

উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠানে দেওয়ানগঞ্জ সরকারি হাই স্কুল মাঠে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মেহেরউল্লাহকে তুচ্ছ ঘটনায় চড় মারেন শাহানশাহ।

এমন অসদাচারণ ও ক্ষমতার অপব্যবহার করার কারণে গত ১৯ ডিসেম্বর তাকে উপজেলা আওয়ামী লীগ থেকে এবং পরদিন মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

আরও পড়ুন: কক্সবাজারে গৃহবধূকে গণধর্ষণের ঘটনা নিয়ে ‘সন্দেহ’ ট্যুরিস্ট পুলিশের

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর