নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :২১ ডিসেম্বর, ২০২১ ৭:০২ : অপরাহ্ণ
চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোটকে সামনে রেখে দেশের ৫৮ জেলার ১২৮ উপজেলার সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় ৫৪ ঘণ্টার জন্য মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
শুক্রবার মধ্যরাত সোমবার সকাল ৬টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
তবে সাংবাদিক, নির্বাচন কর্মকর্তা-কর্মচারি, আইন-শৃঙ্খলা বাহিনীসহ জরুরি সেবার কাজে নিয়োজিতদের জন্য এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।
ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এই সংক্রান্ত নির্দেশনা সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে। জেলা প্রশাসক এই নির্দেশনা বাস্তবায়নে সহায়তা করবে।
আরও পড়ুন: মাত্র ৬০ টাকায় কোটিপতি ভ্যানচালক ফজলে মিয়া
আগামী ২৬ ডিসেম্বর (রোববার) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চতুর্থ ধাপের ইউপি ভোট অনুষ্ঠিত হবে।
ইসির দেওয়া তথ্য অনুযায়ী, চতুর্থ ধাপে ৫৮ জেলার ১২০ উপজেলার ৮৪২টি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে তিন হাজার ৮১৪ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে নয় হাজার ৫১৩ জন এবং সাধারণ সদস্য পদে ৩০ হাজার ১০৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।
আরও পড়ুন: পরিচয় জানা গেলো সেই আইসক্রিমওয়ালার, যার ভক্ত দেড় মিলিয়ন (ভিডিও)
১৬টি রাজনৈতিক দলের প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে।
তবে এই ধাপের নির্বাচনে চেয়ারম্যান পদে ৪৮ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১২ জন এবং সাধারণ সদস্য পদে ১৩৫ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
আরও পড়ুন: ৪২ কোটি টাকার মুকুট মাথায়, আরও যেসব সুবিধা পাচ্ছেন বিশ্বসুন্দরী হারনাজ