শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা স্বাস্থ্য

করোনা শনাক্তের সংখ্যা আরও কমলো, মৃত্যু ৪



নিজস্ব প্রতিবেদন প্রকাশের সময় :১৮ ডিসেম্বর, ২০২১ ৫:১৯ : অপরাহ্ণ

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত) চারজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ১২২ জনের।

মারা যাওয়াদের মধ্যে ৩ জন পুরুষ ও ১ জন নারী। এর মধ্যে খুলনা বিভাগে ২ জন ও ঢাকা ও বরিশালে একজন করে মারা গেছেন।

এ পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৪৭ জনে। আর শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৮০ হাজার ৮৭২ জনে।

আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: ‘বীর মুক্তিযোদ্ধা’র ইংরেজি প্রতিশব্দ নির্ধারণ করলো সরকার

গতকাল শুক্রবার দেশে করোনায় ২ জনের মৃত্যু হয়। এ সময় করোনা শনাক্ত হয় ১৯১ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৩১০ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার তুলনায় শনাক্তের হার শূন্য দশমিক ৮৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৪৪ জন। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৪৫ হাজার ৪০৩ হাজার জন করোনা থেকে সুস্থ হয়েছেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আরও পড়ুন: নাতিকে নিয়ে নৌকা চালালেন পরিকল্পনামন্ত্রী

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর