শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা জাতীয়

‘নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হয়নি’



নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১৬ ডিসেম্বর, ২০২১ ৩:৪৫ : অপরাহ্ণ

র‌্যাবের ওপর নিষেধাজ্ঞার তুলে নেওয়ার ব্যাপারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কোনো কথা হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, ‘আমি এ নিয়ে কোনো কথা বলিনি, উনিও (মার্কিন পররাষ্ট্রমন্ত্রী) বলেননি।’

আজ বৃহস্পতিবার দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে এক ‌সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের বাংলাদেশ সফরের বিষয়ে জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

উল্লেখ্য, গতকাল বুধবার সন্ধ্যায় ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের সৌজন্য সাক্ষাতের সময় পররাষ্ট্রমন্ত্রী বঙ্গভবনে থাকাকালে তাকে ফোন করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

আরও পড়ুন: পররাষ্ট্রমন্ত্রী মোমেনকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেনের ফোন

র‌্যাবের সাবেক ও বর্তমান ডিজিসহ সাত কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সাথে আলোচনা হয়েছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের কোনো বিষয়ে প্রশ্ন থাকলে তা নিয়ে সিদ্ধান্ত গ্রহণের আগে ফোনে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনকে অনুরোধ জানিয়েছি। প্রায় ৩০ মিনিটের আলোচনায় আমি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছি, তাদের এ সিদ্ধান্ত বাংলাদেশের জনগণ ভালোমতো নেয়নি।’

আরও পড়ুন: র‌্যাবের বর্তমান ও সাবেক ডিজিসহ ৬ কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

আব্দুল মোমেন বলেন, ‘যুক্তরাষ্ট্রের সব সিদ্ধান্ত সঠিক নয়। এ ইস্যুতে ঢাকা-ওয়াশিংটনের মধ্যে সস্পর্কে কোনো প্রভাব পড়বে না।’

‘র‍্যাব দুর্নীতিপরায়ণ নয়’ জানিয়ে আব্দুল মোমেন বলেন, ‘সন্ত্রাস দমনে র‌্যাব অগ্রণী ভূমিকা পালন করছে। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রের যে বৈশ্বিক নীতি-সন্ত্রাসবাদ দমন, মাদক চোরাচালান বন্ধসহ এমন অন্যান্য সব বিষয়েই র‍্যাব কাজ করছে।’

আরও পড়ুন: মার্কিন রাষ্ট্রদূতকে ডেকে যা বললো পররাষ্ট্র মন্ত্রণালয়

ভারতের রাষ্ট্রপতির সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারত আমাদের পরীক্ষিত বন্ধুরাষ্ট্র। দুদেশের সম্পর্কের মাপকাঠি হচ্ছে পারস্পরিক বিশ্বাস ও আস্থা। আমরা উভয় দেশই এ বিশ্বাস ও আস্থা অর্জন করতে সক্ষম হয়েছি।’

আরও পড়ুন: অযৌক্তিক কারণে নিষেধাজ্ঞা, পুলিশ বিচার বহির্ভূত হত্যা করে না: স্বরাষ্ট্রমন্ত্রী

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর