শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আইন-আদালত

‘দেশের স্বার্থে মানবাধিকার লঙ্ঘন করতে আমাদের আপত্তি নেই’



রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১১ ডিসেম্বর, ২০২১ ১০:৩২ : পূর্বাহ্ণ

র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল কে এম আজাদ বলেছেন, ‘মানুষের অধিকার রক্ষা করাই র‍্যাবের প্রধান দায়িত্ব। এদিক দিয়ে র‍্যাব বড় মানবাধিকার কর্মী।’

গুরুতর মানবাধিকার লঙ্ঘনে জড়িত থাকার অভিযোগে র‍্যাবের বর্তমান মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও সাবেক মহাপরিচালক (ডিজি) ড. বেনজীর আহমেদ (বর্তমান পুলিশের আইজি) সহ ৬ জন কর্মকর্তার বিরুদ্ধে গতকাল শুক্রবার নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগ।

আরও পড়ুন: র‌্যাবের বর্তমান ও সাবেক ডিজিসহ ৬ কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

তালিকায় র‍্যাবের বর্তমান অতিরিক্ত মহাপরিচালক কর্নেল খান মোহাম্মদ (কে এম) আজাদের নামও রয়েছে।

এ বিষয়ে র‍্যাবের এই কর্মকর্তা একটি গণমাধ্যমকে বলেন, ‘আমরা কখনও মানবাধিকার লঙ্ঘন করি না। সব সময় মানবাধিকার রক্ষা করি।’

কে এম আজাদ বলেন, ‘যারা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে, খুন করে, ধর্ষণ করে, মাদক ব্যবসা চালায়, দেশ এবং জনগণের স্বার্থেই আমরা তাদের আইনের আওতায় আনি। অপরাধীকে আইনের আওতায় আনা যদি মানবাধিকার লঙ্ঘন হয়ে থাকে, তাহলে দেশের স্বার্থে এই মানবাধিকার লঙ্ঘন করতে আমাদের আপত্তি নেই।’

আরও পড়ুন: কানাডায় ঢুকতে দেওয়া হয়নি মুরাদকে

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর