নিজস্ব প্রতিবেদন প্রকাশের সময় :১১ ডিসেম্বর, ২০২১ ৩:২৩ : অপরাহ্ণ
গুরুতর মানবাধিকার লঙ্ঘনে জড়িত থাকার অভিযোগে র্যাবের বর্তমান ও সাবেক মহাপরিচালকসহ সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারকে তলব করেছে বাংলাদেশ।
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন আজ শনিবার আর্ল মিলারকে তলব করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
নিষেধাজ্ঞা পাওয়া সাত কর্মকর্তারা হলেন-র্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, সাবেক মহাপরিচালক, বর্তমানে পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ, র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) খান মোহাম্মদ আজাদ, সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) তোফায়েল মুস্তাফা সারওয়ার, সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) মো. জাহাঙ্গীর আলম ও সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) মো. আনোয়ার লতিফ খান এবং র্যাব-৭-এর সাবেক কমান্ডার মিফতাহ উদ্দিন আহমেদ।
উল্লেখ্য, গুরুতর মানবাধিকার লঙ্ঘনে জড়িত থাকার অভিযোগে র্যাবের বর্তমান মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও সাবেক মহাপরিচালক (ডিজি) ড. বেনজীর আহমেদ (বর্তমান পুলিশের আইজি) সহ ৬ জন কর্মকর্তার বিরুদ্ধে গতকাল শুক্রবার নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগ।
এদিকে আজ দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘র্যাবের সাবেক ও বর্তমান সাতজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দুঃখজনক। ঢাকার মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে। তিনি নিজেও সারপ্রাইজ।’
আব্দুল মোমেন বলেন, ‘আমরা খুব শান্তিতে ছিলাম। মালয়েশিয়া থেকে শ্রমবাজার নিয়ে সুখবর পেলাম। কিন্তু গতরাতে যুক্তরাষ্ট্র থেকে রাষ্ট্রদূত আমাকে ফোন করে জানালেন, বাইডেন প্রশাসন র্যাবের কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। তারা আমাদের দেশের একটি প্রতিষ্ঠানকে লিস্টেড করেছে। এটা খুবই দুঃখজনক। এগুলো লোক দেখানো, মোর ফ্যাক্ট বেইজড না।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমেরিকা একটা পরিপক্ব দেশ। ওখানে অনেক পন্ডিত লোক থাকে। তারা অনেক প্রগেসিভ আইডিয়া দেয়। কিন্তু সেটা মোর সলিড ফেক্টবেইজড হতে হবে। তারা নিজেদের দেশে এবং বাইরে অনেকগুলো অ্যাকশন নিয়েছে, যেগুলোতে পরে দেখা যায় তারা লাভবান হয়নি।’
আরও পড়ুন:
মার্কিন রাষ্ট্রদূতকে ডেকে যা বললো পররাষ্ট্র মন্ত্রণালয়
দুবাইও ‘না’ বলে দিলো, দেশে ফিরছেন মুরাদ!
র্যাবের বর্তমান ও সাবেক ডিজিসহ ৬ কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা