শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা স্বাস্থ্য

দেশে দুই নারী ক্রিকেটারের শরীরে ওমিক্রন শনাক্ত



নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১১ ডিসেম্বর, ২০২১ ২:৫৯ : অপরাহ্ণ

দেশে প্রথমবারের মতো করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে।

দুইজনই জিম্বাবুয়ের ফেরত বাংলাদেশি দুই নারী ক্রিকেটার। আক্রান্ত দুই নারী ক্রিকেটার সুস্থ আছেন।

এর আগে জিম্বাবুয়ে থেকে ফেরার পর তার কোয়ারেন্টাইনে ছিলেন।

আজ শনিবার ঢাকা শিশু হাসপাতালে টিকা ক্যাম্পেইনের উদ্বোধনের পর সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

এছাড়া একই তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এএসএম আলমগীর।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘আমাদের দুজন যে নারী ক্রিকেটারের শরীরে ওমিক্রন ধরন পাওয়া গেছে। তাদের আমরা কোয়ারেন্টিনে রেখেছি। তারা সুস্থ আছেন। তাদের যা যা চিকিৎসা দরকার, সেটি চলছে। তাদের মাঝে মাঝেই পরীক্ষা করে দেখা হচ্ছে, তাদের শরীরে এখন ওমিক্রনের লোডটা কেমন আছে। পুরোপুরি সেরে উঠতে দুই সপ্তাহ লাগতে পারে তাদের।’

এর আগে তিন দফায় দুই ক্রিকেটারের নমুনা পরীক্ষা-নীরিক্ষা করা হয়। আরো নিশ্চিত হতে গত সোমবার সন্ধ্যায় আবারও তাদের নমুনা নেয় আইইডিসিআর।

অবশেষে তারা ওমিক্রনে আক্রান্ত বলে নিশ্চিত হয়েছে আইইডিসিআর।

উল্লেখ্য, আইসিসি ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের টুর্নামেন্ট শেষে জিম্বাবুয়ে থেকে গত ১ ডিসেম্বর দেশে ফেরে জাতীয় নারী ক্রিকেট দল।

পরে হোটেল সোনাগাঁওয়ে ৫ দিনের কোয়ারেন্টাইনে প্রবেশ করেন তারা।

তবে কোভিড-১৯ পরীক্ষার প্রথমটিতে কেউ পজিটিভ আসেনি। কিন্তু দ্বিতীয় পরীক্ষায় দুজনের শরীরে তা শনাক্ত হয়।

সম্প্রতি জিম্বাবুয়ের পাশের দেশ দক্ষিণ আফ্রিকায় করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়ে।

ফলে টুর্নামেন্টের মাঝপথেই বিশ্বকাপের বাছাইপর্ব বাতিল করে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর