বুধবার, ১৫ মে, ২০২৪ | ১ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ৬ জিলকদ, ১৪৪৫

মূলপাতা জাতীয়

বাংলাদেশ থেকে আবার শ্রমিক নিতে রাজি মালয়েশিয়া


নিজস্ব প্রতিবেদন প্রকাশের সময় :১০ ডিসেম্বর, ২০২১ ৬:২৫ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার আবার খুলে দেওয়া হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার দেশটির মন্ত্রিসভা সব পেশার শ্রমিক নেওয়ার অনুমোদন দিয়েছে।

বৃক্ষরোপণ ছাড়া সব খাতে শ্রমিক নেওয়ার সুযোগ উন্মুক্ত করে দিয়েছে মালয়েশিয়ার মন্ত্রিসভা।

দেশটির মানবসম্পদমন্ত্রী দাতুক শ্রী এম সারাভানান বলেন, বাংলাদেশ থেকে বিদেশি শ্রমিক নিতে একটি সমঝোতা স্মারকে সই করতে বৈঠকে সম্মতি দেওয়া হয়েছে।

বাংলাদেশের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে এই সমঝোতা (এমওইউ) স্বাক্ষর করতে সম্মত হয়েছে মালয়েশিয়া সরকার।

সমঝোতা স্মারক স্বাক্ষরের পরপরই বাংলাদেশি কর্মী নিয়োগ কার্যকর করা হবে বলে জানিয়েছেন দেশটির মানবসম্পদমন্ত্রী এম সারাভানান।

শনিবার এক বিবৃতিতে ফেডারেশন অব মালয়েশিয়ান ম্যানুফ্যাকচারারস (এফএমএম) জানিয়েছে, শিল্পখাতে আগামী বছর নাগাদ তাদের ছয় লাখের বেশি শ্রমিক লাগবে। রপ্তানিভিত্তিক কোম্পানিগুলোতে এই শ্রমিকের প্রয়োজনীয়তা অনেক বেশি।

এফএমএম জানিয়েছে, মালয়েশিয়ায় বর্তমানে ব্যাপক শ্রমিক ঘাটতি রয়েছে।

এর আগে সই হওয়া এক সমঝোতা স্মারকে মালয়েশিয়ার প্রবাসী নিরাপত্তা প্রহরীর দ্বিতীয় উৎস হিসেবে আখ্যায়িত করা হয়েছে বাংলাদেশকে।

বাগান, কৃষি, উৎপাদন, পরিষেবা, খনি ও খনন, নির্মাণখাত এবং গৃহকর্মী নিয়োগের জন্য উন্মুক্ত হবে বলে জানান মন্ত্রী।

মালয়েশিয়ার এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রবাসী কল্যাণ সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন।

তিনি বলেন, শ্রমিক পাঠাতে প্রস্তুত আছে বাংলাদেশ।

প্রসঙ্গত, ২০১৬ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশসহ অন্যান্য দেশ থেকে শ্রমিক নেয়া বন্ধ রাখে মালয়েশিয়া।

মালয়েশিয়াতে ১০ লাখেরও বেশি বাংলাদেশি শ্রমিক রয়েছেন।

আরও পড়ুন: আয়নার নিজের চেহারা দেখুন, মির্জা ফখরুলকে ওবায়দুল কাদের

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর