নিজস্ব প্রতিবেদন প্রকাশের সময় :৯ ডিসেম্বর, ২০২১ ৪:০১ : অপরাহ্ণ
ফেসবুক লাইভে কুরুচিপূর্ণ মন্তব্য এবং ফোনালাপ ফাঁস হয়ে আলোচনা-সমালোচনার কারণে প্রতিমন্ত্রীর পদ হারানো ডা. মো. মুরাদ হাসান
বিদেশ যেতে চাইলে সরকার কোনো বাধা দেবে না।
আজ বৃহস্পতিবার সচিবালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ডা. মুরাদ হাসান বিদেশে যাবেন কি যাবেন না, এটি তার সিদ্ধান্ত। এখানে আমাদের কিছু করার নেই।’
সংসদ সদস্য মুরাদ হাসান আজ রাতে কানাডার উদ্দেশে রওনা হবেন বলে জানা গেছে।
বুধবার রাতে কানাডায় যাওয়ার জন্য তিনি একটি বিমানের টিকিট কেটেছেন।
সদ্য সাবেক এই তথ্য প্রতিমন্ত্রীর দপ্তরের একটি সূত্র জানিয়েছে, প্রতিমন্ত্রী থাকা অবস্থায় মুরাদ হাসানের যে লাল পাসপোর্ট (বিশেষ পাসপোর্ট) ছিলো, সেটি পদত্যাগের দিন মঙ্গলবার তার কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশযাত্রা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করণীয় বিষয়ে আইন মন্ত্রণালয় থেকে কিছু আসেনি বলেও জানান মন্ত্রী।
আসাদুজ্জামান খান বলেন, ‘এ বিষয়ে আইনমন্ত্রী পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তী করণীয় নির্ধারণ করবেন।’
অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে আদালত যদি কোনো নির্দেশনা দেন, তাহলে সেটি পালন করা হবে। আদালতের নির্দেশের বাইরে যাওয়ার সুযোগ নেই।’
আরও পড়ুন: আজই দেশ ছাড়ছেন মুরাদ হাসান!