শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা স্বাস্থ্য

করোনায় আবারও মৃত্যুশূন্য দিন



নিজস্ব প্রতিবেদন প্রকাশের সময় :৯ ডিসেম্বর, ২০২১ ৪:৩০ : অপরাহ্ণ

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) কারো মৃত্যু হয়নি। এ সময় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ২৬২ জনের।

দেশে করোনায় মৃতের সংখ্যা ২৮ হাজার ১৬ জনে অপরিবর্তিত রয়েছে। আর শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৮ হাজার ৫৫০ জনে।

আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গতকাল বুধবার দেশে করোনায় ৬ জনের মৃত্যু হয়। এ সময় করোনা শনাক্ত হয় ২৭৭ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ২১ হাজার ৪৯৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১ দশমিক ২২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৮৭ জন। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৪৩ হাজার ৪৯১ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আরও পড়ুন: আজই দেশ ছাড়ছেন মুরাদ হাসান!

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর