রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আইন-আদালত

‘কোনো সন্তান যেন রাজনীতিতে যুক্ত না হয়’



রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৮ ডিসেম্বর, ২০২১ ১:৩৭ : অপরাহ্ণ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার রায় শুনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামির মা বলেন, ‘আমার ছেলে কখনো কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলো না। বুয়েটে ভর্তি হওয়ার পর জড়িয়ে পড়ে রাজনীতিতে। রাজনীতির কারণেই আজ আমার মেধাবী সন্তানের ফাঁসির রায় হলো।’

‘কোনো সন্তান যেন রাজনীতিতে যুক্ত না হয়’

ওই আসামির মা আরও বলেন, ‘আমার এখনো বিশ্বাস হয় না, আমার ছেলে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। যেসব বাবা-মায়ের সন্তান আছে তাদের কাছে নিবেদন, কোনো সন্তান যেন রাজনীতিতে যুক্ত না হয়।’

উল্লেখ্য, আজ বুধবার দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান আবরার হত্যায় জড়িত থাকায় ২০ আসামিকে ফাঁসি ও পাঁচ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন।

দেখা গেছে, আদালতে রায় শুনে আসামিদের স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।

আরও পড়ুন: আবরার হত্যা মামলায় বুয়েটের ২০ শিক্ষার্থীর মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর