নিজস্ব প্রতিবেদন প্রকাশের সময় :৪ ডিসেম্বর, ২০২১ ৮:৪০ : অপরাহ্ণ
নাটোর, যশোর, নোয়াখালী ও চট্টগ্রাম জেলার চার পৌরসভা নির্বাচনে মেয়র এবং পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ।
আজ শনিবার রাতে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তালিকা ঘোষণা করা হয়।
এর আগে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগ সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মূলতবি সভায় এই প্রার্থিতা চূড়ান্ত করা হয়।
সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।
উল্লেখ্য, পঞ্চম ধাপে ৭০৭ ইউপি নির্বাচনে আগামী বছরের ৫ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৭ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই ৯ ডিসেম্বর, আপিল দায়েরের সময় ১০-১২ ডিসেম্বর, আপিল নিষ্পন্নের সময় ১৩-১৪ ডিসেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার ১৫ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৭ ডিসেম্বর।
পৌরসভা মেয়র ও চেয়ারম্যান প্রার্থীদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন
আরও পড়ুন: ফটিকছড়িতে নজিবুল বশরের মতো এমপি থাকলে আওয়ামী লীগে গ্রুপিং থাকবে